BJP Candidate List J&K: জম্মু কাশ্মীরে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করে পরে প্রত্যাহার বিজেপির

বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভূ স্বর্গের প্রথম বিধানসভা নির্বাচনের আগে হোঁচট খেল বিজেপি।

BJP Flags (Photo Credits: ANI)

শ্রীনগর, ২৬ অগাস্ট: বিজেপি (BJP)-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন (Jammu-Kashmir Assembly Elections 2024)। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভূ স্বর্গের প্রথম বিধানসভা নির্বাচনের আগে হোঁচট খেল বিজেপি। সাম্প্রতিককালে যেটা বিজেপির সঙ্গে কখনও ঘটেনি, সেটাই এদিন হল। প্রথম দফায় ৪৪টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণার পর, পরে সেটি প্রত্যাহার করল গেরুয়া শিবির। কী কারণে কর্পোরেট কায়দায় চলা বিজেপি এত গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রার্থী ঘোষণার পর তা প্রত্যাহার করল তা পরিষ্কার নয়। তবে শোনা যাচ্ছে বেশ কিছু কেন্দ্রের প্রার্থী ঘোষণায় স্থানীয় নেতাদের ক্ষোভ শুনে পিছিয়ে আসল দিল্লি বিজেপি। তবে আজ, সোমবার বিকিলে প্রথম দফায় ১৫টি আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারে পদ্মশিবির।

এই তালিকায় জায়গা পাননি জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রানা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নির্মাল সিং ও কবিন্দর গুপ্তা। তবে প্রার্থী হিসেবে নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-য়ের ভাই দেবেন্দ্র রানা-র। যিনি সম্প্রতি ন্যাশানল কনফারেন্স থেকে বিজেপি-তে এসেছিলেন। বিজেপি-র প্রথম দফার ঘোষিত প্রার্থী তালিকায় দু'জন কাশ্মীরী পন্ডিত ও ১৪জন মুসলিম প্রার্থী ছিলেন। কংগ্রেস, এনসি, পিডিপি, এবং প্যান্থার্স পার্টি থেকে সম্প্রতি বিজেপি-তে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতাকেও টিকিট দিয়েছিল বিজেপি। কোনও জোটসঙ্গী না পাওয়ায় বিজেপি একাই রাজ্যের ৯০টি আসনে প্রার্থী দিতে পারে। ২০১৪ বিধানসভা বিজেপি ২৫টি আসনে জিতেছিল। পরে ২৮টি আসনে জেতা পিডিপি-কে সরকার গড়ায় সমর্থন করেছিল বিজেপি। এবার কংগ্রেস ও ফারুক আবদুল্লা-র এনসি জোট গড়ে লড়ছে। পিডিপি ও বিজেপির মধ্যে কোনও জোট হয়নি। আরও পড়ুন-নির্বাচনের আগে বিজেপি সরকারের মাস্টারস্ট্রোক, পাঁচ নতুন জেলা পেল লাদাখ

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে তিন দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ভোট ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ও শেষ দফায় ভোটগ্রহণ যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। ভোটগণনা ৪ অক্টোবর।