J&K Elections 2024: ভূ স্বর্গে ভোটে জিততে ঢালাও প্রতিশ্রুতি বিজেপির, প্রত্যেক পরিবারের জ্যেষ্ঠতম মহিলাকে বার্ষিক ১৮ হাজার টাকা
৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অগ্নিপরীক্ষার মত হতে চলেছে। ভূ স্বর্গে ভোটে জিততে মরিয়া বিজেপি তাই নির্বাচনী ইস্তেহারে জম্মু-কাশ্মীরবাসীর জন্য বড় ঘোষণা করল।
শ্রীনগর, ৬ সেপ্টেম্বর: ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অগ্নিপরীক্ষা। ভূ স্বর্গে ভোটে জিততে মরিয়া বিজেপি তাই নির্বাচনী ইস্তেহারে জম্মু-কাশ্মীরবাসীর জন্য বড় ঘোষণা করল। শুক্রবার ভূ স্বর্গে গিয়ে দলের 'সঙ্কল্প পত্র'-র আত্মপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাম্প্রতিককালে হওয়া যে কোনও নির্বাচনের চেয়ে ভূ স্বর্গের ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতির ঝুলি অনেক পূর্ণ থাকল।
এদিন, জম্মু-কাশ্মীরের ভোটারদের জন্য বিজেপি যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল, তাতে ভোটারদের মন পেতে একগুচ্ছ প্রতিশ্রুতি থাকল। সেগুলি হল-১) দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ট্যাবলেট বা ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি। ২) পাঁচ লক্ষ নতুন চাকরি তৈরির আশ্বাসও দেওয়া হল। তবে উপত্যকায় বিজেপির সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল ৩) প্রতিটি পরিবারের জ্যেষ্ঠতম মহিলাদের বছরে ১৮ হাজার টাকার আর্থিক সাহায্য। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মা সম্মান যোজনা'(Ma Samman Yojana)। সঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় বছরে দুটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে নির্বাচনী ইস্তেহার পড়ে অমিত শাহ জানালেন।
বিজেপি ক্ষমতায় এলে ৪) ভূ-স্বর্গে মেডিক্যাল কলেজগুলির জন্য অতিরিক্ত এক হাজারটি নতুন আসনের ব্যবস্থা করা হবে বলে অমিত শাহ জাানলেন।
জম্মু-কাশ্মীরে বিজেপির নির্বাচনী ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতির ঘোষণা অমিত শাহ-র
শুধু তাই নয়, ভূ স্বর্গে বিজেপি সরকার গড়লে, বিনামূল্যে ট্যাবলেট বা ল্যাপটপ দেওয়াই নয়, জম্মু-কাশ্মীরের কলেজ পডুয়াদের জন্য প্রগতী শিক্ষা যোজনায় প্রতি বছর ৩ হাজার টাকার যাতায়াত ভাতা দেওয়া হবে বলে ইস্তেহারে ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসবাদ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন। জম্মু- কাশ্মীরে কাশ্মীর পন্ডিত ও শিখদের ফিরিয়ে আনার কাজেও বড় গতি পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শাহ।
জম্মু-কাশ্মীরে তিন দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর হবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ৮ অক্টোবর। মোট ৯০টি আসনে ভোটগ্রহণ হবে। বিজেপি একাই সব কটি আসনে লড়বে। ইতিমধ্যেই বিজেপি ৪৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, হেভিওয়েট সাংসদ-নেতারা জম্মু-কাশ্মীরে গিয়ে নির্বাচনী প্রচার সারবেন।
২০১৪ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে বিজেপি ২৫টি আসনে জিতেছিল। পরে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি-কে সমর্থন করে সরকার গড়ে বিজেপি। পিডিপি ২৮টি, এনসি ১৫টি, কংগ্রেস ১২টি আসনে জিতেছিল। বিজেপি জম্মু-তে বেশ শক্তিশালী। ক মাসে লোকসভা ভোটে জম্মু-র দুটি লোকসভা আসনেই জিতেছিল বিজেপি। তবে এবার জোটসঙ্গী না থাকায় বিজেপি-কে সরকার গড়তে হলে কাশ্মীরে চমকপ্রদ ফল করতে হবে।