Tripura Elections 2023: কংগ্রেসের সুদীপ গড় উদ্ধারে আগরতলায় পাপিয়া দত্তকে প্রার্থী বিজেপির
আগরতলায় গত পাঁচবারের বিধায়ক তথা ত্রিপুরা কংগ্রেসের সবচেয়ে বড় নেতা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে পাপিয়া দত্তকে প্রার্থী করল বিজেপি।
আগরতলায় গত পাঁচবারের বিধায়ক তথা ত্রিপুরা কংগ্রেসের সবচেয়ে বড় নেতা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে পাপিয়া দত্তকে প্রার্থী করল বিজেপি। গতকাল, ত্রিপুরায় ৪৮টি আসনের প্রার্থী ঘোষণার পর এদিন রবিবার আগরতলায় সুদীপের বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির। ১৯৯৮ থেকে ২০১৩-টানা চারটি বিধানসভা ভোটে আগরতলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জেতেন দাপুটে নেতা সুদীপ।
কিন্তু পরে তিনি বিজেপি-তে যোগ দিয়ে ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আগরতলা কেন্দ্র পদ্মফুল চিহ্নে লড়ে জিতে পঞ্চমবার বিধায়ক হন। বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন সুদীপ। সিপিএমের মানিক সরকারের আমলে তিনি ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা।
দেখুন টুইট
তবে রাজ্য বিজেপি-র সঙ্গে বিবাদে জড়িয়ে সুদীপ ফের কংগ্রেসে ফেরেন। এরপর গত বছর আগরতলা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে সুদীপ ৩ হাজার ভোটে হারান বিজেপি-র অশোক সিনহাকে।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় এক দফায় বিধানসভা ভোটগ্রহণ হবে। বিজেপি এখনও পর্যন্ত ত্রিপুরায় ৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল। সিপিএম ও কংগ্রেস জোট গড়ে ভোটে লড়ছে। সিপিএম ৪৩টি ও কংগ্রেস ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যদি রাজ্য ২৫ বছর শাসন করা সিপিএম তাদের বাম শরিকদের কথা ভেবে কংগ্রেসকে ১৩টি আসন ছেড়েছিল।