Madhavi Latha: ওয়েইসির বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী মাধবীলতার মুসলিম মহিলা ভোটারদের সঙ্গে আপত্তিকর আচরণ, মামলা কমিশনের

বিতর্কে তেলাঙ্গানার হায়দরাবাদে আসাদউদ্দিন ওয়েইসি-র বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি-র প্রার্থী মাধবীলতা (Madhavi Latha)। মাধবীলতার বিরুদ্ধে এক বুথে মুসলিম মহিলা ভোটরাদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ উঠল।

Madhavi Latha

হায়দরাবাদ, ১৩ মে: তীব্র বিতর্কে তেলাঙ্গানার হায়দরাবাদে আসাদউদ্দিন ওয়েইসি-র বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি-র প্রার্থী মাধবীলতা (Madhavi Latha)। মাধবীলতার বিরুদ্ধে এক বুথে মুসলিম মহিলা ভোটরাদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা যাচ্ছে হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতা বুথের বাইরে বসে থাকা কয়েকজন মুসলিম ভোটারদের পরিচয় পত্র দেখতে চাইছেন। এমনকী অভিযোগ ওঠে মাধবীলতা মহিলা মুসলিম ভোটারদের বোরখা পরা নিয়েও আপত্তি তুলেছেন।

মাধবীলতার অবশ্য দাবি, তিনি ভুয়ো ভোটার রুখতেই এমনটা করেছেন। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নির্বাচন কমিশন মাধবলীতার বিরুদ্ধে মামলা দায়ের করে। কর্ণাটকের বেঙ্গালুরুতে ভোটের সময় সেখানকার প্রভাবশালী বিজেপি সাংসদ তেজস্বী সূর্য-র বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিল কমিশন।

দেখুন ভিডিয়ো

ভোটপ্রচারের সময় থেকেই ওয়েইসির বিরুদ্ধে জিততে বিজেপি নেত্রী মাধবীলতার বেশ কিছু আচরণ ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত দিয়েছিল। হায়দারবাদ লোকসভায় টানা চারবারের সাংসদ ওয়েইসি ভোটার তালিকায় লক্ষাধিক ভুয়ো মুসলিম ভোটারদের নাম ঢুকিয়ে ভোটে জেতেন বলে অভিযোগ মাধবীলতার। এদিনও বড় বিতর্কে জড়িয়ে পড়ার পরেও একই অভিযোগ করেন মাধবীলতা।