BJP: বিজেপিকে লোকসভায় ৪০০ আসনে জেতাতে যে তিন নেতাকে গুরু দায়িত্ব দিলেন শাহ, নাড্ডারা

গত লোকসভায় ৩০৩টি আসনে জিতে টানা দু বার দেশের ক্ষমতায় বসেছিলেন নরেন্দ্র মোদী। এবার ২০২৪ লোকসভায় বিজেপি-র লক্ষ্য হল ৪০০টি আসনে জেতা। অমিত শাহ, জেপি নাড্ডারা বিজেপি-কে ৪০০টি আসনে জেতার লক্ষ্য নিয়ে গুটি সাজাচ্ছেন।

Photo Credits: ANI

গত লোকসভায় ৩০৩টি আসনে জিতে টানা দু বার দেশের ক্ষমতায় বসেছিলেন নরেন্দ্র মোদী। এবার ২০২৪ লোকসভায় বিজেপি-র লক্ষ্য হল ৪০০টি আসনে জেতা। অমিত শাহ, জেপি নাড্ডারা বিজেপি-কে ৪০০টি আসনে জেতার লক্ষ্য নিয়ে গুটি সাজাচ্ছেন। ২৪-এর নির্বাচনে কাশ্মীর থেকে কন্য়াকুমারী সাফল্য চান শাহ-নাড্ডার। আর এই লক্ষ্যে বিজেপির তিন বড় নেতা বিনোদ তাওদে, তরুণ সিং ও সুনীল বনসলকে ২০২৪ লোকসভায় বিজেপিকে ৪০০টি আসনে জিতিয়ে আনার গুরুদায়িত্ব দেওয়া হল।

মহারাষ্ট্রের নেতা বিনোদ তাওদে (Vinod Tawde) মুম্বইয়ের বিধায়ক ছিলেন। ২০১৪ বিধানসভায় বিজেপি-র মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে রাজ্য থেকে জাতীয় স্তরে তুলে এনে নানা কঠিন দায়িত্ব দেন অমিত শাহ। এখন হরিয়ানা বিজেপির দায়িত্বে। তাঁর নেতৃত্বেই বিহারে বিধানসভা উপনির্বাচনে জেতে দল। সেই বিনোদকেই এবার ২০২৪ লোকসভায় বিজেপি-কে ৪০০ আসন জেতানোর গুরু দায়িত্ব দেওয়া হবে।

তিনজনের টিমে অপর নেতা হলেন পঞ্জাবে বিজেপির দায়িত্বে তরুন চুঘ (Tarun Chugh)। উত্তর পূর্ব ভারতে যিনি বিজেপির সংগঠন বিস্তারে বড় ভূমিকা নেন। পাশাপাশি তাঁকে তেলঙ্গনায় দলের দায়িত্ব দেওয়ার পর কেসিআর-এর রাজ্যে কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে নিয়ে আসেন।

বিজেপি-কে লোকসভায় ৪০০টি আসনে জেতানোর গুরু দায়িত্ব দেওয়া দলের অপর নেতা হলেন সুনীল বনসল (Sunil Bansal)। যিনি ২০১৯ লোকসভা নির্বাচনে এসপি, বিএসপি জোটের পরেও বিজেপি-কে বড় জয় এনে দেন। বনসলই ১৯ য় যোগী রাজ্যে বিজেপি সংগঠনের সবটেয়ে বড় দায়িত্বে ছিলেন। তাঁকে শেষ মুহূর্তে দিল্লি এমসিডি-তে দায়িত্ব দিয়ে দল ১০০টি-র বেশী আসনে জিতেছে। সুনীল এখন বিজেপির কাছে পাখির চোখ থাকা দুই রাজ্য বাংলা ও তেলঙ্গানার দায়িত্বে আছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now