Nupur Sharma (Photo Ccredit: Instagram)

পাটনা, ১৯ জুলাই: ''২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা ছিল।'' পুলিশি জেরায় স্বীকারোক্তির পর এবার সেই যুবকের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয় বিজেপি নেত্রী নূপুর শর্মার বাড়ির ঠিকানা। পুলিশ সূত্রে খবর, ফুলওয়ারিশরিফ জঙ্গি মডিউল মামলায় ধৃত আথার পারভেজের মোবাইল থেকে উদ্ধার করা হয় বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বাড়ির ঠিকানা। এনআইএ এবং আইবি একযোগে তল্লাশি তালিয়ে আথার পারভেজ-সহ জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করে। সেখান থেকেই এরপর উদ্ধার হয় নূপুর শর্মার বাড়ির ঠিকানা। কী কারণে নূপুর শর্মার ঠিকানা ছিল জঙ্গি মডিউল থেকে উদ্ধার করা মোবাইলে, সে বিষয়ে তদন্ত অব্যাহত। তবে এ বিষয়ে মুখ খোলা হয়নি এনআইএ বা আইবির তরফে। প্রসঙ্গত ফুলওয়ারিশরিফ জঙ্গি মডিউল মামলায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মুসলিম যুবকদের মগজ ধোলাই করে কীভাবে দলে টানা যায়, সেই কাজই করত আথার পারভেজের দল।

আইবি, এনআইএ এবং পাটনা পুলিশের একটি দল একযোগে ঘটনার তদন্ত শুরু করেছে। আথার পারভেজ এবং তার দলের পরবর্তী নিশানায় নূপুর শর্মা ছিলেন কি না, সে বিষয়ে জরোদার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, নূপুর শর্মার উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। পয়গম্বর মহম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার জেরেই কি নূপুর শর্মা পারভেজের দলের পরবর্তী নিশানায় ছিলেন, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। ওই জঙ্গি মডিউলে আরও কেউ জড়িয়ে রয়েছে কি না, সে বিষয়েও পুলিশ সবদিক খতিয়ে দেখছে বলে খবর।

আরও পড়ুন: Odisha Shocker: গণধর্ষণ থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে আশঙ্কাজনক কিশোরী, গ্রেফতার ৫

সূত্রের খবর, সিমির (নিষিদ্ধ সংগঠন) সদস্য আথার পারভেজ। তাদের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।