Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়ল অসমে! ৫টি কেন্দ্র মিলিয়ে ৭৭ শতাংশের বেশি

দ্বিতীয় দফাতেই নজিরবিহীন সংখ্যক অসমবাসী ভোট দিল লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)। কমিশনের তরফ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৫টি কেন্দ্র মিলিয়ে মোট ৭৭.৩৫ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফাতে ৭৮.২৫ শতাংশ ভোট পড়েছিল বিজেপি শাসিত অসমে। এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দুই দফাতেই এত শতাংশ ভোট পড়েছে। যা বিগত নির্বাচনগুলির থেকে অনেকটাই বেশি।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে পাঁচটি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি ভোট পড়ছে নগাঁও লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ৮০.৫৬ মানুষ ভোট দিয়েছে। ৭৮.৪১ শতাংশ ভোট পড়েছে দাড়াং-উদলগিরি কেন্দ্রে। শীলচরে ৭৫.৯৭ শতাংশ, ৭৫.৬৩ করিমগঞ্জে এবং ৭৩.১১ দীপহু কেন্দ্রে ভোট পড়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন ছিল জোরহাট, ডিব্রুগড়, লাখিমপুর, কাজিরাঙা, সোনিতপুরে। আগামী ৭ মে অসমের কোকরাঝড়, ধুবড়ি, বড়পেটা, গুয়াহাটিতে নির্বাচন রয়েছে।