Assam Flood: বন্যা কবলিত অসমে বাড়ছে মৃতের সংখ্যা, জলে পড়ে প্রাণ গেল দুই শিশুর
সোমবার অসমের ধুবড়িতে প্রাণ গেল দুই শিশুর। এদিন বন্যায় বেড়ে যাওয়া নদীর জলে পড়ে যায় তিন শিশু। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ডুবরি, ১৬ জুলাইঃ একটানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে অসম (Assam Flood )। প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বন্যা কবলিত অসমে মৃতের সংখ্যা ১০০ ছুঁইছুঁই। সোমবার অসমের ধুবড়িতে প্রাণ গেল দুই শিশুর। এদিন বন্যায় বেড়ে যাওয়া নদীর জলে পড়ে যায় তিন শিশু। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
আরও পড়ুনঃ ভয়াবহ বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জন
তিন শিশুর জলে পড়ে যাওয়ার খবর পেতেই হৈচৈ কাণ্ড বেঁধে যায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। বহু খোঁজাখুঁজির পর উদ্ধার হয়েছে দুজনের মৃত দেহ। তৃতীয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাকে তড়িঘড়ি ধুবরি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
ডুবুরি নামিয়ে চলছিল উদ্ধার কাজ...
পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর নাম আবু সায়েদ (৬) এবং সুলতানা পারভিন (৮)। তারা ভাই-বোন বলেই জানাচ্ছে পুলিশ। তবে আহত শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি।