Kerala Plane Crash: কেরালা বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারী করোনা আক্রান্ত

কেরালার (Kerala) কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিক করোনা (COVID-19) আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরল সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। হার্ড ল্যান্ডিং হয়ে বিমানটি দুটুকরো হয়ে যায়।

Kerala Plane Crash: কেরালা বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারী করোনা আক্রান্ত

কেরালার (Kerala) কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিক করোনা (COVID-19) আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরল সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। হার্ড ল্যান্ডিং হয়ে বিমানটি দুটুকরো হয়ে যায়।

দেশ Sanjoy Patra|
Kerala Plane Crash: কেরালা বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারী করোনা আক্রান্ত
কোঝিকোড় বিমান দুর্ঘটনা (Photo: ANI)

কোঝিকোড়, ১৪ অগাস্ট: কেরালার (Kerala) কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিক করোনা (COVID-19) আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরল সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। হার্ড ল্যান্ডিং হয়ে বিমানটি দুটুকরো হয়ে যায়।

২ পাইলট সহ মৃত্যু হয় ১৯ জনের। ১৫০ জনের বেশি আহত হন। মৃত যাত্রীদের মধ্যে একজনের করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই উদ্ধারকাজে থাকা সকলকে হোম কোয়ারান্টিন যেতে নির্দেশ দেয় রাজ্য সরকার। আরও পড়ুন: Kozhikode Plane Crash: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য

বিমান দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর আহতদের মাথাপিছু ২ লাখ ও যাদের আঘাত সামান্য তাঁদের ৫০ হাজার করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্র।

দেশ Sanjoy Patra|
Kerala Plane Crash: কেরালা বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারী করোনা আক্রান্ত
কোঝিকোড় বিমান দুর্ঘটনা (Photo: ANI)

কোঝিকোড়, ১৪ অগাস্ট: কেরালার (Kerala) কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিক করোনা (COVID-19) আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরল সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। হার্ড ল্যান্ডিং হয়ে বিমানটি দুটুকরো হয়ে যায়।

২ পাইলট সহ মৃত্যু হয় ১৯ জনের। ১৫০ জনের বেশি আহত হন। মৃত যাত্রীদের মধ্যে একজনের করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই উদ্ধারকাজে থাকা সকলকে হোম কোয়ারান্টিন যেতে নির্দেশ দেয় রাজ্য সরকার। আরও পড়ুন: Kozhikode Plane Crash: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য

বিমান দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর আহতদের মাথাপিছু ২ লাখ ও যাদের আঘাত সামান্য তাঁদের ৫০ হাজার করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্র।

Kerala: কেরল দম্পতি ও তাঁদের তিন সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ
খবর k">আপনি এটাও পছন্দ করতে পারেন
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change