African cheetahs In India: নতুন বছরে খুশির খবর, দক্ষিণ আফ্রিকা থেকে প্রতি বছরে আসবে ১২টি আফ্রিকান চিতা
পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এই চুক্তিতে যে ১০০টি চিতা আসার কথা, তার প্রথম ধাপে আগামী ফেব্রুয়ারি মাসেই ১২টি চিতাকে ভারতে আনা হবে। প্রত্যেক বছরই এভাবে ১২টি করে চিতা আনার পরিকল্পনা সরকারের।
এক সময়ে ভারতে বসবাস ছিল এশিয়াটিক চিতার। কিন্তু ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। মূলত বাসস্থান হারানো ও শিকারিদের কারণেই ভারত থেকে নির্মূল হয়ে যায় চিতা। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই ৭৫ বছর পর ফের ভারতে ফিরেছে চিতা।গত বছরের সেপ্টেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে এসেছিল ৮টি চিতা। এবার নতুন বছরেই পশু প্রেমীদের কাছে সুখবর। দেশে আসতে চলেছে আরও১০০ টি চিতা।
বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার (South Africa) তরফে জানানো হয়, ‘প্রজেক্ট চিতা’র অধীনে দুই দেশই একটি চুক্তিতে সম্মত হয়েছে যেখানে ভারতে আরও ১০০টি চিতা পাঠানো হবে।পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এই চুক্তিতে যে ১০০টি চিতা আসার কথা, তার প্রথম ধাপে আগামী ফেব্রুয়ারি মাসেই ১২টি চিতাকে ভারতে আনা হবে। প্রত্যেক বছরই এভাবে ১২টি করে চিতা আনার পরিকল্পনা সরকারের। এভাবে আগামী ৮ থেকে ১০ বছরে দেশে চিতা আনার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।এই প্রক্রিয়ায় চিতাদের জন্যও একটি সুরক্ষিত ও মানানসই পরিবেশ গড়ে তোলা যাবে, যা পরবর্তী সময়ে চিতার বংশবৃদ্ধিতে সাহায্য করবে।