বেঙ্গালুরু: কলেজ ছাত্রীদের (College Girls) সঙ্গে যৌন সঙ্গম (Sex) করার পর সেই সমস্ত ভিডিয়ো (Videos) সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্ট করার অভিযোগ উঠেছিল। এর জেরে অভিযুক্ত এক এবিভিপি নেতাকে (ABVP leader) রবিবার গ্রেফতার (arrest) করল পুলিশ। প্রতীক গৌড়া (Prateek Gowda) নামে ওই অভিযুক্তকে কর্নাটকের (Karnataka) তীর্থহল্লি (Thirthahalli) এলাকা থেকে ধরা হয়। পরে ধৃত ওই যুবককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে (Judicial custody) পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধৃত প্রতীক গৌড়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন নেতা। তীর্থহল্লি তালুকের এবিভিপি ইউনিটের সভাপতি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, তীর্থহল্লি এলাকার কিছু মেয়ের সঙ্গে ওই যুবককে যৌন সঙ্গম করতে দেখা যায়। এরপরই ওই যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে মামলা করা হয়। জানা গেছে ভিডিয়োটি রেকর্ড করার পরে একাধিক মেয়েকে হেনস্থা করে অভিযুক্ত।
বিষয়টি জানার পরেই ওই এলাকার এবিভিপি নেতারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে প্রতীকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পাশাপাশি আরও জানান যে গত জানুয়ারি মাসে প্রতীক সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সংগঠনের নাম ব্যবহার করে একাধিক কলেজ ছাত্রী ও অন্যদের হেনস্থা করার অভিযোগ ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় সংগঠনের তরফে। আরও পড়ুন: Smriti Irani Attack Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ স্মৃতি ইরানির, ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য