AAP: ভূ স্বর্গের ভোটে প্রার্থী ঘোষণা আপের, পুলওয়ামায় কেজরির প্রার্থী ফৈয়জ সোফি

লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে থেকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল আম আদমি পার্টির। দিল্লি, হরিয়ানা ও গুজরাটে লোকসভা ভোটে কংগ্রেস-আপ জোটের আসন সমঝোতা হয়েছিল।

Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ২৫ অগাস্ট: লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে থেকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল আম আদমি পার্টির। দিল্লি, হরিয়ানা ও গুজরাটে লোকসভা ভোটে কংগ্রেস-আপ জোটের আসন সমঝোতা হয়েছিল। তবে বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে থাকছে না আপ। অরবিন্দ কেজরিওয়ালের দল জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে কংগ্রসে-এনসি-র সঙ্গে জোটে না থেকে আলাদা হয়ে লড়ছে।

রবিবার কাশ্মীরের সাতটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল আপ। কেজরিওয়ালের দলের প্রথম দফার প্রার্থী তালিকায় পুলওয়ামা, রাজপোরা, দেবসারা, ডোডা, ডোডা পশ্চিম, দোরু ও বানিহাল আসনে কারা দাঁড়াবেন তা জানানো হল। পুলওয়ামায় আম আদমি পার্টির হয়ে লড়বেন ফৈয়জ আহমেদ সোফি। ২০০২ থেকে পুলওয়ামা বিধানসভায় জিতে আসছেন মেহবুবা মুফতির পিডিপি।

দেখুন জম্মু-কাশ্মীরের সাত আসনে আপ-এর প্রার্থী তালিকা

দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এলেও এর বাইরে আপ-এর ভোট একেবারেই বলার মত জায়গায় নেই। কেজরিওয়ালের জেলযাত্রার পর দেশবাসী আপের সংগঠন ছড়ানোর কাজও আটকে রয়েছে। সেই হিসেবে জম্মু-কাশ্মীর বিধানসভায় ভাল ফল করতেই হবে আপ-কে।