Jharkhand assembly Elections: পড়শি রাজ্যে শুরু প্রথম দফা নির্বাচন,ঢোল বাজিয়ে ভোটারদের বুথমুখী করার প্রচেষ্টা, দেখুন ভিডিয়ো

সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর ভোটারদের বুথমুখী করতে ঢোল বাজিয়ে তাঁদের আহ্বান জানাচ্ছেন এক কর্মী সমর্থক।

ঢোল বাজিয়ে ভোটারদের বুথমুখী করার প্রচেষ্টা(ছবিঃANI)

নয়াদিল্লিঃ পড়শি রাজ্য ঝাড়খণ্ডে(Jharkand) শুরু বিধানসভা নির্বাচন(Jharkhand assembly elections)। সেই উপলক্ষে সকাল থেকেই বুথমুখী ভোটাররা(Voters)। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর ভোটারদের বুথমুখী করতে ঢোল বাজিয়ে তাঁদের আহ্বান জানাচ্ছেন এক কর্মী সমর্থক। ঢোল বাজিয়ে গান গেয়ে ভোটারদের আহ্বান জানাচ্ছেন তিনি। তাঁর এই বিশেষভাবে প্রচারের মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল(Viral) সোশ্যাল মিডিয়ায়(Social Media)। প্রসঙ্গত, প্রথম দফায় সকাল-সকাল ভোট দিয়েছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গার। ভোটদান ক্রিয়া সম্পন্ন করে বেরিয়ে বুথের বাইরে সংবাদমাধ্যমকে কালি দেওয়া আঙুল দেখিয়েছেন রাজ্যপাল। এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি ঝাড়খণ্ডবাসীকে এই ভোটদান উৎসবে সামিল হওয়ার অনুরোধ জানাচ্ছি। বিপুল সংখ্যক মানুষ ভোটদানে অংশগ্রহণ করুক, ঠিক যেমন জম্মু কাশ্মীরে বহু মানুষ ভোটদান করেছেন। নির্বাচন একটা উৎসবের মতো, তাই সেটা পালন করা উচিত।"

 ঝাড়খণ্ডে শুরু প্রথম দফা নির্বাচন,ঢোল বাজিয়ে ভোটারদের বুথমুখী করার প্রচেষ্টা, দেখুন ভিডিয়ো