হারদই: হাসপাতালে নিয়ে যাওয়ার পথে (on way to Hospital) মৃত্যু হল ৬ বছরের এক ধর্ষিতার (Raped girl)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UttarPradesh) হারদইয়ে (Hardoi)। এই বিষয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতার বাড়ির লোক। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ বছরের ওই নাবালিকা বাড়ির বাইরে খেলা করছিল। তারপর আচমকা নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোক খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির কাছে একটি জায়গা থেকে ওই বাচ্চা মেয়েটির রক্তাক্ত ও অচৈতন্য দেহ পড়ে থাকতে দেখেন।
সঙ্গে সঙ্গে তাঁরা ওই নাবালিকাকে শাহাজাহানপুরের একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার চেষ্টা করেন। কিন্তু, সেই চেষ্টা আর সফল হয়নি রাস্তাতেই মৃত্যু হয় ওই নাবালিকার।
অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে এই বিষয়ে একটি মামলা দায়ের করে মৃতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে পুলিশের মুখপাত্র জানান, ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করছেন। তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তের সন্ধানেও। আরও পড়ুন: Tricolour Flying High in Jammu and Kashmir: কাশ্মীরের ডোডার স্টেডিয়ামে ১০০ ফুটের জাতীয় পতাকা উত্তোলন সেনার, দেখুন ভিডিয়ো