Saayoni Ghosh: রাজই 'মেন্টর, ফ্রেন্ড, ফিলোজফার', প্রশংসা সায়নীর

অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল সভাপতি পদে ইস্তফা দিলে, তাঁর জায়গায় নিয়ে আসা হয় সায়নী ঘোষকে।

রাজ, সায়নী, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২২ জুন: ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর(Raj Chakraborty) প্রশংসায় পঞ্চমুখ সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক রাজকে নিজের 'মেন্টর, ফ্রেন্ড, ফিলোজফার' বলে বর্ণনা করেন সায়নী ঘোষ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাজের সঙ্গে একটি ভিডিয়োও শেয়ার করেন সায়নী (Saayoni Ghosh)।

  ২০২১-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন রাজ চক্রর্তী। অন্যদিকে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে দাঁড়ালেও, সেখানে পরাজিত হন সায়নী ঘোষ। ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়লেও, এরপর সায়নীকে যুব তৃণমূল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: গর্ভ নিরোধের বিজ্ঞাপন, সিঁদুরকে অপমান করেছেন বলে কটাক্ষ নুসরতকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল সভাপতি পদে ইস্তফা দিলে, তাঁর জায়গায় নিয়ে আসা হয় সায়নী ঘোষকে। মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন। তিনি সবরকমভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা কবেন বলে জানান সায়নী ঘোষ।