Dilip Joshi: 'তারক মেহতা কা উলটা চশমা'-র দিলীপ যোশীর মেয়ে সাদা চুলেই বাঁধা পড়লেন সাতপাকে, প্রশংসা নেটিজেনদের

নিয়তিকে দেখে কেউ লিখতে শুরু করেন, নিজের সত্ত্বাকে বিসর্জন না দেওয়ার জন্য তাঁকে ভালবাসা। কেউ আবার বলেন, নিয়য়তির নতুন জীবনের জন্য শুভেচ্ছা।

Dilip joshi In His Daughter's Wedding (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ ডিসেম্বর:  'তারকা মহেতা কা উলটা চশমা'-র (Tarak Mehta Ka Chhota Chasma ) ডেঠালাল গড়া অর্থাৎ অভিনেতা দিলীপ যোশীর জীবনে বিশেষ দিন। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা দিলীপ যোশীর মেয়ে নিয়তি। গুজরাতি নিয়ম মেনে সাতপাকে বাঁধা পড়েন নিয়তি। ঐতিহ্যবাহী গুজরাতি (Gujrat) নিয়ম মেনে যেমন বিয়ের পিঁড়িতে বসেন নিয়তি, তেমনি তাঁর মাথার চুলের রং নজর কাড়ে নেটিজেনদের। যেখানে দেখা যায়, বধূবেশে নিয়তি যখন বিয়ের পিঁড়িতে বসেন, তখন তাঁর মাথায় সাদা ধূসর রঙের চুল। নিজের সত্ত্বাকে বিয়ের জন্য কিছুতেই বিসর্জন দিতে চাননি নিয়তি। সেই কারণে তিনি চুলের রংও পরিবর্তন করেননি। জানা যায় এমন খবর। দিলীপ যোশীর (Dilip Joshi) সঙ্গে তাঁর মেয়ে নিয়তির বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। এমনকী নেটিজেনদের একাংশও নিয়তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram

 

দেখুন দিলীপ যোশীর শেয়ার করা ছবি...

 

 

View this post on Instagram

 

নিয়তিকে দেখে কেউ লিখতে শুরু করেন, নিজের সত্ত্বাকে বিসর্জন না দেওয়ার জন্য তাঁকে ভালবাসা। কেউ আবার বলেন,  নিয়য়তির নতুন জীবনের জন্য শুভেচ্ছা।

আরও পড়ুন:  Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনা-ভিকির রিসেপশন কুড়িতে, প্রাক্তন সলমন খান, রণবীর কাপুররাও অতিথি তালিকায়

বিয়ের পর মেয়ে নিয়তি এবং জামাই যশবর্ধনের ছবি শেয়ার করেন অভিনেতা দিলীপ যোশী। হাসি মুখে পোজ দিতে দেখা যায় পর্দার জেঠালাল গড়াকে।



@endif