Pathaan Box Office Report: হোলিতে কেমন চলল ৬ সপ্তাহের পুরনো পাঠান!

দেখতে দেখতে রিলিজের পর ৬টা সপ্তাহ হয়ে গেল তবু বক্স অফিসে এখনও বলার মত ব্যবসা করছে শাহরুখ খানের 'পাঠান'। হোলির দুটো দিন মিলিয়ে পাঠান-এর হিন্দি সংস্করণ প্রায় দু কোটি টাকার ব্যবসা করল।

Pathaan (Photo Credits: Twitter)

দেখতে দেখতে রিলিজের পর ৬টা সপ্তাহ হয়ে গেল তবু বক্স অফিসে এখনও বলার মত ব্যবসা করছে শাহরুখ খানের 'পাঠান'। হোলির দুটো দিন মিলিয়ে পাঠান-এর হিন্দি সংস্করণ প্রায় দু কোটি টাকার ব্যবসা করল। সব মিলিয়ে ভারতে পাঠান-এর হিন্দি সংস্করণ মোট ৫১৯ কোটি টাকার ব্যবসা করল। চলতি সপ্তাহে দুটি দিন দু কোটির ওপর, ও দুটি দিন এক কোটির ব্য়বসা করে। গত ২৫ জানুয়ারি রিলিজ করেছিল শাহরুখ খানের পাঠান। বিশ্বজুড়ে পাঠানের ব্যবসা হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যবসায়িক দিক থেকে পাঠানই বলিউডের সর্বকালের সফলতম সিনেমা।

বেশ কিছু সিনেমা হল থেকে চলে গেলেও গতকাল, বুধবার পাঠান ব্যবসা করে ৭০ লক্ষ টাকার। চলতি সপ্তাহে রণবীর কাপুরের 'তু ঝুটি ম্যায় মাক্কার'সিনেমার সাফল্যের মাঝেও যশরাজ ফিল্মসের এই স্পাই থ্রিলার বলার মত ব্যবসা করছে। আরও পড়ুন-কী কারণে মারা গেলেন বলিউড অভিনেতা, পরিচালক সতীশ কৌশিক

দেখুন টুইট

পাঠান ঝড়ে বক্স অফিসে তোপের মত উড়ে যায় কার্তিক আরিয়ানার 'শাহজাদা' ও অক্ষয় কুমারের 'সেলফি'।