National Girl Child Day: জাতীয় শিশু কন্যা দিবসে পরিবর্তন হোক সমাজের দৃষ্টিভঙ্গি, দেখে নিন এই ৩টি সিনেমা

একটি কন্যা শিশুকে স্বপ্ন দেখা থেকে শুরু করে সেই স্বপ্ন পূরণ করা পর্যন্ত অগুনতি বাধা অতিক্রম করতে হয়। দিনের পর দিন লড়াই করতে হয় কাছের মানুষগুলোর সঙ্গেই। এই সমস্ত বাধা এবং একজন সফল স্বাধীন মানুষ হওয়ার লড়াইকে তুলে ধরা হয়েছে বিভিন্ন সিনেমায়। ২৪ জানুয়ারি, বুধবার জাতীয় শিশু কন্যা দিবস (National Girl Child Day)। জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে জেনে নিন এমনই ৩টি সিনেমার কথা।

১. আংরেজি মিডিয়াম (Angrezi Medium)

ইরফান খান (Irrfan Khan) অভিনীত শেষ সিনেমাগুলির মধ্যে একটি হল আংরেজি মিডিয়াম। এই সিনেমায় দেখানো হয়েছে মেয়ের স্বপ্ন সত্যি করতে একজন পিতা কী কী করতে পারেন। যা দর্শককে একই সঙ্গে হাসতে ও কাঁদতে বাধ্য করবে। এই সিনেমা মানুষকে শেখায় এক কন্যা শিশুর পাশে তার পরিবার থাকলে সে জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারে।

২. থাপ্পড় (Thappad)

থাপ্পড় সিনেমার মাধ্যমে এক গৃহবধূর গল্প তুলে ধরেছেন পরিচালক অনুভব সিনহা। একজন গৃহবধূ নিজের স্বপ্ন, ইচ্ছা, পছন্দ-অপছন্দ সব ভুলে পরিবারের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দেন। পরিবর্তে তাঁর কপালে জোটে থাপ্পড়। এই থাপ্পড়ের পর শুরু হয় এক গৃহবধূ থেকে স্বাধীন ব্যক্তিত্ব হওয়ার লড়াই।

৩. দ্য স্কাই ইজ পিঙ্ক (The Sky Is Pink)

দ্য স্কাই ইজ পিঙ্ক এমন একজন মায়ের গল্প যিনি চেয়েছেন তার মেয়ের জন্য একটি জগৎ বানাতে। মুভিটি অবশ্যই আপনার হৃদয়কে আকৃষ্ট করবে এবং আপনার ও আপনার সন্তানের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।

আশা করি সমাজে নারীদের গুরুত্ব বুঝতে এই চলচ্চিত্রগুলি আপনাকে সাহায্য করবে।