MS Dhoni's Birthday Celebrations: সলমনের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন ধোনি, মাহির উদ্দেশ্যে কী লিখলেন ভাইজান?
প্রচারের আলো থেকে যোজন দূরে থাকতেই ভালবাসেন মাহি। বিশেষ দিনটি পরিবাররে সঙ্গেই কাটান বরাবর। এ বারও তাই হল। শুধু এ বারের জন্মদিনের বিশেষ পাওনা 'চুলবুল পাণ্ডে'-এর উপস্থিতি।
নয়াদিল্লিঃ আজ ক্রিকেটপ্রেমীদের কাছে একটি বিশেষ দিন। আজ, ৭ জুলাই ৪৩-এ পা দিলেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রিয় ক্রিকেটারকে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন ভক্তরা। মাহির ৪৩ তম জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে জন্মদিনের (Birthday) উদযাপনে হাজির হলেন বলিউডের ভাইজান সলমন খান(Salman Khan)। কেক কেটে চলল সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে সেই বিশেষ মুহূর্তের ছবি। ভাইজানকে নিজের হাতে কেক খাইয়ে দেন বার্থডে বয়। সেই মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন লেখেন, 'শুভ জন্মদিন ক্যাপ্টেন সাহাব।' জন্মদিনে মাহিকে কেক খাইয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন স্ত্রী সাক্ষী। জন্মদিনে কখনই খুব বেশি আড়ম্বর পছন্দ নয় ক্যাপ্টেন কুলের। প্রচারের আলো থেকে যোজন দূরে থাকতেই ভালবাসেন। বিশেষ দিনটি পরিবাররে সঙ্গেই কাটান বরাবর। এ বারও তাই হল। শুধু এ বারের জন্মদিনের বিশেষ পাওনা 'চুলবুল পাণ্ডে'-এর উপস্থিতি।
Salman Khan attends MS Dhoni's midnight birthday celebrations, wishes "kaptaan sahab" in special way
Read @ANI Story | https://t.co/2j0nF4emCf#SalmanKhan #MSDhoni #Thala pic.twitter.com/o2rRErCHZk
— ANI Digital (@ani_digital) July 7, 2024
ধোনির জন্মদিনে সলমনের পোস্ট