Loksabha Election 2024: একনাথ শিন্ডের শিবসেনা শিবিরে বলিউডের দুই বোন করিশমা ও করিনা? খবর সূত্রের

মুম্বইয়ের বুকে তারকাদের শিবসেনা শিন্ডে শিবিরে যোগদান বেশ গুরুত্বপূর্ণ। শুধু অভিনেতা অভিনেত্রীরা নয় কানাঘুষো শোনা যাচ্ছে মুম্বইয়ের আরেক বড় কংগ্রেস নেতাও একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিতে চলেছেন।

Kareena & Karishma Join Shiv sena Photo Credit: Twitter@TimesAlgebraIND

বৃহস্পতিবার মুম্বইতে শিবসেনায় যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন অভিনেতা। এবার তারই দেখানো পথে অভিনেত্রী করিনা কাপুর খান ও অভিনেত্রী করিশমা কাপুর ও শিবসেনা শিন্ডে শিবিরে যোগদান করবেন বলে জানা যাচ্ছে।সূত্র জানিয়েছে যে অভিনেত্রী করিশমা কাপুর এবং করিনা কাপুর, দুই বোন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে তাঁর 'বর্ষা' বাংলোতে গিয়ে দেখা করেছিলেন। তারাও দলে যোগদান করতে পারেন। 

মুম্বইয়ের বুকে তারকাদের শিবসেনা শিন্ডে শিবিরে যোগদান বেশ গুরুত্বপূর্ণ।  শুধু অভিনেতা অভিনেত্রীরা নয় কানাঘুষো শোনা যাচ্ছে মুম্বইয়ের আরেক বড় কংগ্রেস নেতাও একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিতে চলেছেন।

২০০৪ সালের লোকসভা ভোটে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে রাজনীতির পথে যাত্রা শুরু হয়েছিল গোবিন্দের। হারিয়েছিলেন, অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য, জনপ্রিয় নেতা রাম নাইককে। এখন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়ে মুম্বইয়ের উত্তর পশ্চিম কেন্দ্র থেকে মনোনয়ন পেতে পারেন অভিনেতা।

 



@endif