সইফ, সোহা, সাবার সঙ্গে করিনা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৯ মে: ফের প্রকাশ্যে এল পতৌদি পরিবারের আরও এক 'রাজকীয় ছবি'৷ যেখানে সইফ (Saif Ali Khan), সাবা, সোহার সঙ্গে দেখা যাচ্ছে করিনা কাপুর খান (Kareena Kapoor) এবং কুণাল খেমুকে৷ সাবা আলি খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেন৷

পতৌদি পরিবারের যে ছবি সাবা (Saba Ali Khan) শেয়ার করেন, সেখানে সইফ, করিনাকে কালো এবং ধূসর রং মিলিয়ে পোশাক পরতে দেখা যায়৷ কালো রংয়ের টিশার্টের সঙ্গে ধূসর রঙের লেগিংস পরতে দেখা যায় করিনা কাপুর খানকে৷ অন্যদিকে সইফ কালো রংয়ের টিশার্টের উপর ধূসর রংয়ের শর্টস পরে হাজির হন৷ তৈমুর(Taimur Ali Khan) এবং ইনায়াকেও দেখা যায় পারিবারিক ফ্রেমে৷

আরও পড়ুন: Priyanka Chopra: অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কোভিড মোকাবিলায় হাজির প্রিয়াঙ্কা

 

View this post on Instagram

 

পুরনো ছ বি শেয়ার করে খান খেমু খানদান বলে ট্যাগ করেন সাবা৷ পতৌদি পরিবারের ওই ছবি দেখে করিনা এবং সইফের অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দেন সাবা আলি খানকে৷