Kareena Kapoor Khan : করিনার নামি ব্র্যান্ডের মাস্কের দাম শুনলে চোখ কপালে উঠবে
করিনার দামি মাস্ক

মুম্বই, ৬ এপ্রিল: মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। মাস্ক (Mask) পরে তবেই রোধ করা যাবে করোনা। সই কারণে সব সময় মাস্ক পরেই বাড়ির বাইরে বের হন। সম্প্রতি এভাবেই সচেতনতা প্রচার করেন করিনা। ওই সময় করিনা কাপুর খানের (Kareena Kpoor Khan) মুখে যে মাস্ক ছিল, তার দাম কত জানেন!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার যে মাস্ক পরে বাড়ির বাইরে বের হতে দেখা যায় করিনাকে,তার দাম ২৬ হাজার। কি  অবাক লাগল তো শুনে!

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন : Kareena’s newborn baby : অবিকল তৈমুর? ভাইরাল করিনার দ্বিতীয় সন্তানের ছবি

এদিকে মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে করিনার দ্বিতীয় সন্তানের ছবি। জানা যায়, রণধীর কাপুর (Randhir Kapoor) নাকি ভুলবশত ছোট নাতির ছবি শেয়ার করে ফেলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যদিও ওই ছবি শেয়ারের পরপরই তা মুছে ফেলেন রণধীর। করিনার বাবা যতক্ষণে নাতির ছবি মুছে ফেলেন, ততক্ষণে তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।