Covid-19: জন আব্রাহাম থেকে করিনা কাপুর খান, বলিউডে সম্প্রতি কারা করোনা আক্রান্ত হলেন

দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই পাল্লা দিয়ে পারছে বিনোদুনিয়ায় করোনা পজিটিভের সংখ্যাও। বলিউডে ফের করেনার থাবা। এবার সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

Nora Fatehi (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জানুয়ারি: দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই পাল্লা দিয়ে পারছে বিনোদুনিয়ায় করোনা পজিটিভের সংখ্যাও। বলিউডে ফের করেনার থাবা। এবার সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একথা জানিয়েছেন অভিনেতা। জন আব্রাহাম (John Abraham) লেখেন, ‘তিনদিন আগে আমি একজনের সঙ্গে সাক্ষাত্ করি, এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি আর প্রিয়া করোনা পরীক্ষা করাই, আমাদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই নিভৃতবাসে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং আমরা কারুর সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড এবং আমাদের করোনার খুব সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন, মাস্ক পরুন’। আরও পড়ুন: করিনা, নোরাদের পর এবার আরও এক বলিউড নায়িকা করোনা আক্রান্ত

অন্যদিকে, অর্জুন রামপাল, অংশুলা, রিয়ারা কোভিড পজিটিভ। সবে করোনামুক্ত হয়েছে করিনা-অমৃতারা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আবার দু-দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের ‘জার্সি’ অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহি-রও। অভিনেত্রী জানিয়েছেন, ‘বিছানা ছেড়ে উঠতে পারছি না’।