Halloween 2022: হ্যালোউইনের ফটোশ্যুটে হার্লে কুইনের রূপে ক্যাটরিনা, নেপথ্যে ভিকির নির্দেশনার ছবি সোশ্যাল মিডিয়ায়(দেখুন ভিডিও)

ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোশ্যুটের একটি নেপথ্যের ভিডিও শেয়ার করেছেন যেখানে ভিকি তাকে পোশাক নিয়ে, কীভাবে পোজ দিতে হয় তা নিয়ে নির্দেশ দিচ্ছেন।

পাশ্চাত্য দেশগুলির পাশে ভারতেও সমাদরে পালিত হয় হ্যালোউইন। বিশেষ করে বলি- তারকারা হ্যালোউইনের লুকে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়। এবার ২০২২ এর হ্যালোউইনে একটি বিশেষ ফটোশ্যুটে ক্যাটরিনা কাইফ হার্লে কুইনের রূপে রূপান্তরিত হলেন। কুইন হলেন ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমার অন্যতম বিখ্যাত চরিত্র। মার্গট রবিও (Margot Robbie)এর বিখ্যাত জোকার চেহারার মতোই, ক্যাটরিনা তার সিজলিং এবং হট লুক দিয়ে সেখানে অনেক ভক্তকে আকৃষ্ট করেছিলেন। তবে নেটিজেনদের যা নজর কেড়েছে তা হল ভিকি কৌশল এর নির্দেশকের ভূমিকা।  ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোশ্যুটের একটি নেপথ্যের ভিডিও শেয়ার করেছেন যেখানে ভিকি তাকে পোশাক নিয়ে, কীভাবে পোজ দিতে হয় তা নিয়ে নির্দেশ দিচ্ছেন। আর এই ভিডিও শেয়ার করে ক্যাট ক্যাপশনে লিখেছেন-  "যখন স্বামী পরিচালক হয়ে যায়" । দেখুন সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)