Daughters' Day 2019: আজ কন্যা সন্তান দিবস, মহেশ বাবু থেকে অজয় দেবগন-কাজল কী পোস্ট করলেন দেখুন

আজ সেপ্টেম্বরের চতুর্থ রবিবার। আর এই দিনেই পালিত হয় বিশ্ব কন্যা দিবস। যদিও কিছু দেশে চতুর্থ রবিবারের হিসাবে না গিয়ে, পয়লা অক্টোবর কন্যা দিবস পালন করে। কন্যা সন্তান পরিবারের আলো। বিশ্ব কন্যা সন্তান দিবসে এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখা যাচ্ছে।

Daughter's Day 2019 celeb wishes. (Photo Credits: Instagram)

Daughters' Day 2019: আজ সেপ্টেম্বরের চতুর্থ রবিবার। আর এই দিনেই পালিত হয় বিশ্ব কন্যা সন্তান দিবস। যদিও কিছু দেশে চতুর্থ রবিবারের হিসাবে না গিয়ে, পয়লা অক্টোবর কন্যা দিবস পালন করে। কন্যা সন্তান পরিবারের আলো। বিশ্ব কন্যা সন্তান দিবসে এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখা যাচ্ছে। আজ এই বিশেষ দিনটায় নিজেদের কন্যা সন্তানদের নিয়ে নানা ধরনের পোস্ট করলেন সেলেব্রিটিরা।

দক্ষিণের মহাতারকা অভিনেতা মহেশ বাবু থেকে বলিউড মেগাস্টার অজয় দেবগন-কাজল তাদের মেয়েদের নিয়ে মিষ্টি বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানালেন। অজয় দেবগন তাঁর মেয়ে নাইসা-র ছোটবেলার ছবি পোস্ট করলেন। কাজলকেও দেখা গেল নাইসাকে নিয়ে পোস্ট করতে। কন্যা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন অজয়-কাজল। আরও পড়ুন-বিশ্বকর্মা পুজোর থিমেও রানু মণ্ডল- হিমেশ রেশমিয়া জুটি

দক্ষিণের মেগাস্টার মহেশ বাবু তাঁর ছোট্ট মেয়ে সিতারার সঙ্গে ভিডিও পোস্ট করে তাতে লিখলেন ,''শুভ কন্যা দিবস আমার ছোট্ট সোনা..সীতা পাপা তুমি আমার সবচেয়ে আদরের, ভালবাসার এবং দুষ্টু মেয়। তোমাকে চিরকাল এভাবে ভালবেসে যাবো।'' দেখুন কন্যা দিবসে সেলেবদের পোস্ট--

মহেশ বাবু (Mahesh Babu):

 

View this post on Instagram

 

Happy Daughter's day my lil one...Sita Papa❤❤ you are my most adorable, lovely, and naughty daughter ever! Love you forever!😘😘 Shine bright always ⭐⭐

A post shared by Mahesh Babu (@urstrulymahesh) on

 

অজয় দেবগন

 

View this post on Instagram

 

Daughters should be celebrated everyday, even more so TODAY. #DaughtersDay

A post shared by Ajay Devgn (@ajaydevgn) on

 

কাজল (Kajol)

অজয় দেবগন আর কাজলের মেয়ে নাইসাকে নিয়ে সংবাদমাধ্যমে কিছু সময় নেগেটিভ খবর হয়। যা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছিলেন অজয়। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেন নাইসাকে একা ছেড়ে দিতে।