Varun Dhawan: হেঁশেলে হাত পাকল বরুণ ধাওয়ানের, মহাশিবরাত্রিতে বানিয়ে ফেললেন হালুয়া

১৮ ফেব্রুয়ারি ছিল মহাশিবরাত্রি। গোটা দেশজুড়ে পালিত হয় শিবচুতুর্দশীর ব্রত। আর এদিন প্রথমবার অভিনেতা বানিয়ে ফেললেন সুজির হালুয়া।

Varun Dhawan and Father David Dhawan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৯ ফেব্রুয়ারিঃ সারাক্ষণ ক্যামারার সামনে থাকা তারকারা মাঝে মধ্যে হেঁশেলমুখী হয় বৈকি। বাড়িতে একাধিক রান্নার লোক থাকলেও কখনো সখনো নিজের পছন্দের খাবারটা নিজেই বানাতে ইচ্ছা করে। কিংবা কাউকে বানিয়ে খাওয়াতে ইচ্ছা করে। ঠিক তেমন ভাবেই অভিনেতা বরুণ ধাওয়ানকে (Varun Dhawan) দেখা গেল হালুয়া বানাতে।

সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় অভিনেতা (Varun Dhawan)। নিজের খুঁটিনাটি সকল কিছুই বরুণ সোশ্যাল মিডিয়া মারফত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। শিবরাত্রি উপলক্ষ্যে অভিনেতা বানিয়ে ফেললেন সুজির হালুয়া। গতকাল ১৮ ফেব্রুয়ারি ছিল মহাশিবরাত্রি। গোটা দেশজুড়ে পালিত হয় শিবচুতুর্দশীর ব্রত। আর এদিন প্রথমবার অভিনেতা বানিয়ে ফেললেন সুজির হালুয়া।

আরও পড়ুনঃ  প্রভাসের মনে শুধুই কৃতি! ফাঁস করলেন বরুণ

তা কেমন হয়েছিল বরুণ ধওয়ানের (Varun Dhawan) হাতের তৈরি প্রথম সুজির হালুয়া? খেয়ে বললেন বাবা ডেভিড ধাওয়ান। প্রথমবার ছেলে নিজের হাতের বানিয়েছে সুজির হালুয়া। খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক। বললেন, 'এত ভালো হালুয়া আমি প্রথম খাচ্ছি। একেবারে কম চিনি দেওয়া, যেমনটা আমি পছন্দ করি। আমি আরও এক বাটি খেয়ে ফেলতে পারব। খুব ভালো’।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

কাজের প্রসঙ্গে, গত বছর নভেম্বরে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান (Varun Dhawan) অভিনীত ‘ভেড়িয়া’ (Bhediya)। জুটি বেঁধেছিলেন কৃতি শ্যাননের সঙ্গে (Kriti Sanon)। প্রথমবার হরর কমেডিতে অভিনয় করলেন ডেভিড পুত্র। পরবর্তীতে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান। নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘বাওয়াল’ (Bawaal) ছবিতে দেখা যেতে চলেছে বরুণ এবং জাহ্নবীকে।