Shehnaaz Gill: আন্তর্জাতিক মঞ্চে খোলামেলা পোশাকে শেহনাজ গিল, এক হাত নিল নেটিজেন
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শেহনাজের পোশাক ঘিরে নেটপাড়ায় বেজায় চর্চা শুরু হয়েছে। সোনালী রঙের ব্যাকলেস গাউনে অভিনেত্রীর বক্ষবিভাজিকা ছিল বেশ উন্মুক্ত। যা নিয়ে শেহনাজের এক হাত নিয়েছে নিন্দুকেরা।
কিসি কা ভাই ভাই কিসি কি জানের (Kisi Ka Bhai Kisi Ki Jaan) পর এবার একতা কাপুর এবং রিয়া কাপুরের যৌথ প্রযোজনায় 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' (Thank You For Coming) ছবিতে দেখা যাবে শেহনাজ গিলকে (Shehnaaz Gill)। ছবির পরিচালক রিয়ার স্বামী করণ বুলানি। ছবিতে শেহনাহ ছাড়াও অভিনয় করেছেন ভূমি পেডনেকর (Bhumi Pednekar), কুশা কাপিলা (Kusha Kapila), শিবানী বেদী, ডলি সিং। শুক্রবার কানাডার (Canada) টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে (Toronto International Film Festival) ছবির প্রমিয়ার সম্পন্ন হয়েছে। আর সেই মঞ্চেই শেহনাজের পোশাক ঘিরে নেটপাড়ায় বেজায় চর্চা শুরু হয়েছে। সোনালী রঙের ব্যাকলেস গাউনে অভিনেত্রীর বক্ষবিভাজিকা ছিল বেশ উন্মুক্ত। যা নিয়ে শেহনাজের (Shehnaaz Gill) এক হাত নিয়েছে নিন্দুকেরা। কেউ বলছেন, নোংরা পোশাক। তো আবার কেউ বলছেন, 'এতো তাড়াতাড়ি এতো বোল্ড হয়ে যেও না, নয়ত ইন্ডাস্ট্রি থেকেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে'।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শেহনাজ গিল...
তবে নিন্দুকেরা শেহনাজের (Shehnaaz Gill) নামে যতই নিন্দা বাণী উচ্চারণ করুক না কেন, তাঁর অনুরাগীরা সব সময় ঢাল হয়ে এগিয়ে এসেছে। তাই এবারেও বিগ বস তারকার পক্ষে জল টেনে ভক্তদের বলতে শোনা গিয়েছে, ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা খোলামেলা পোশাক পরলে কারুর কোন সমস্যা থাকে না। কেবল শেহনাজ পরলেই সমস্যা তৈরি হয় ওদের (নিন্দুকদের)।
দেখুন ভিডিয়ো...