IPL Final 2024: রবিবাসরীয় সন্ধ্যায় জমজমাট IPL ফাইনাল, হাসপাতাল থেকে ফিরে KKR-এর সমর্থনে চেন্নাই পাড়ি শাহরুখ খানের, মুখ ঢাকলেন হুডিতে

গত মঙ্গলবার প্রথম প্লে অফের ম্যাচ দেখতে গিয়ে গুজরাটের প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিং খান। তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। তবে শাহরুখ একা নন, রবিবার ফাইনালের জন্যে চেন্নাই পাড়ি দিয়েছে তাঁর গোটা পরিবার।

Shah Rukh Khan Jets Off to Chennai for IPL Final 2024 (Photo Credits: Instagram)

IPL Final 2024: রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে (Chennai Chepauk Stadium) মুখোমুখি হতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সান রাইজার্স হায়দরাবাদ (SRH)। আইপিএল-এর ফাইনালে নিজের দল কেকেআর-এর সমর্থনে মাঠে শাহরুখ খান (Shah Rukh Khan) উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে অনুরাগীমহলে তৈরি হয়েছিল জল্পনা। গত মঙ্গলবার প্রথম প্লে অফের ম্যাচ দেখতে গিয়ে গুজরাটের প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিং খান। তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে রবিবার দুপুরেই চেন্নাইয়ের (Chennai) উদ্দেশ্যে রওনা দিলেন বাদশা। হুডিতে মুখ ঢেকে গাড়ি থেকে নেমে সোজা বিমানবন্দরের ভিতর ঢুকে গেলেন তিনি।

আরও পড়ুনঃ ছেলের পরিচালিত ওয়েব সিরিজে ১০০ কোটির বিনিয়োগ শাহরুখের, শুটিং শেষে কেক কেটে উদযাপন আরিয়ানের

তবে শুরু শাহরুখ একাই নন, ফাইনালে কেকেআর-কে সাপোর্ট করতে স্ত্রী গৌরী খান (Gauri Khan), মেয়ে সুহানা খান (Suhana Khan) এবং দুই ছেলে আরিয়ান (Aryan Khan) ও আব্রাম (AbRam Khan) উড়ে গিয়েছেন চেন্নাই।

চেন্নাই রওনা দিলেন শাহরুখ খান... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কেকেআর-এর সমর্থনে আরিয়ান খান... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভাই আব্রামকে সঙ্গে নিয়ে চেন্নাই পাড়ি দিলেন সুহানা...

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)



@endif