Tiger 3: 'টাইগার ৩' থেকে ১৫০ কোটির উপরে পারিশ্রমিক হাঁকিয়েছেন সলমন, ক্যাটরিনা কত নিচ্ছে জানেন?
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন সলমন খান। ছবি পিছু ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। অন্যদিকে ছবি পিছু ভিকি পত্নির পারিশ্রমিক ১৫-২১ কোটি টাকা।
মুম্বই, ৩০ সেপ্টেম্বরঃ করোনার পর থেকে বক্স অফিসে ভাইজানের একের পর এক ছবি মার খাচ্ছে। 'রাধে', 'অন্তিম', 'গডফাদার', 'কিসি কা ভাই কিসি কি জান' ধোপে টেকেনি কোন ছবিই। মুখ থুবড়ে পড়েছে সবকটি। তবে সলমনের আসন্ন ছবি 'টাইগার থ্রি' (Tiger 3) নিয়ে বুক বাঁধছে নির্মাতারা। দর্শকমহলে ভাইজানের টাইগার ফ্রাঞ্চাইজির বেশ চাহিদা রয়েছে। আগের দুটির সাফল্য হিসাব করলে তাই দাঁড়ায়। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং সলমন খানের (Salman Khan) 'টাইগার থ্রি' নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এই ছবিতে থাকছেন ইমরান হাশমিও (Emraan Hashmi)।
মহেশ শর্মা পরিচালিত টাইগার থ্রির প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। চলতি বছরে দিওয়ালিতে (Diwali 2023) মুক্তি পাবে ছবি। বিশাল বাজেটের ছবি টাইগার ৩-এর (Tiger 3) জন্যে আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকিয়েছেন ভাইজান। সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। ছবির জন্যে ক্যাটরিনার পারিশ্রমিকই বা কত জানেন?
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন সলমন খান (Salman Khan)। ছবি পিছু ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। সূত্রের খবর, টাইগার ৩-র (Tiger 3) ৩০০ কোটি বাজেটে ভাইজানের পারিশ্রমিক প্রায় ১৮০ কোটি টাকা।
অন্যদিকে টাইগার থ্রি থেকে ক্যাটরিনা (Katrina Kaif) কত টাকা পারিকশ্রমিক নিচ্ছেন সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে ছবি পিছু ভিকি পত্নির পারিশ্রমিক ১৫-২১ কোটি টাকা। তাই এই ছবি থেকেও তিনি ওই অঙ্কের আশেপাশেই পারিশ্রমিক নেবেই তা আন্দাজ করা যাচ্ছে।