Happy Birthday Hrithik Roshan: ৫০ ছুঁইছুঁই হৃত্বিক! চর্চিত প্রেমিককে জন্মদিনে কী লিখলেন সাবা?
ডিনার ডেট হোক কিংবা হলি-ডে সকল জায়গায় জুটিতে হৃত্বিক এবং সাবা। কখনও চর্চিত প্রেমিকার হাত ধরে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। তো আবার কখনও সাবার হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় হৃত্বিককে।
মুম্বই, ১০ জানুয়ারিঃ বলিউডের অন্যতম হ্যান্ডসম অভিনেতা তিনি। বিশ্বের সেরা সুন্দর পুরুষদের তালিকায় নাম রয়েছে তাঁর। কথা হচ্ছে হৃত্বিক রোশনকে (Hrithik Roshan) নিয়ে। আজ ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিন। দেখে বোঝার উপায় নেই বয়সের হাফ সেঞ্চুরি পার করতে চলেছেন তিনি (Happy Birthday Hrithik Roshan)। ৪৯ বছরে পা দিয়েছেন ‘ক্রিশ’ (Krrish)। ঝাঁ চকচকে লোকেশন, চমকপ্রদ গ্রাফিক্সে শাহরুখের ‘পাঠান’এর ট্রেলার জমজমাট, অ্যাকশনে ভরপুর ঝলকে ধুমের ছোঁয়া
অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় (Happy Birthday Hrithik Roshan) ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং সহ অভিনেতারা। তবে সকলের শুভেচ্ছাবার্তার মাঝে নেটিজেনদের নজর কাড়ল অভিনেতার বিশেষ এক ‘বন্ধু’র শুভেচ্ছা। বলিপাড়ায় জোর গুঞ্জন সাবা আজাদের (Saba Azad) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। ডিনার ডেট হোক কিংবা হলি-ডে সকল জায়গায় জুটিতে হৃত্বিক এবং সাবা। কখনও চর্চিত প্রেমিকার হাত ধরে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। তো আবার কখনও সাবার হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় হৃত্বিককে (Hrithik Roshan and Saba Azad)। শুটিং চলাকালীন বিপত্তি, হাঁটু ভাঙলেন কার্তিক আরিয়ান
হৃত্বিককে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানালেন সাবা আজাদঃ
বিশেষ বন্ধুকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা না জানালে হয় (Happy Birthday Hrithik Roshan)। দুজনের ক্যামেরাবন্দি একাধিক মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে হৃত্বিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন চর্চিত প্রেমিকা সাবা আজাদ (Saba Azad)। কোন ছবিতে পাশাপাশি বসে যুগল। কোন ছবিতে আবার ভ্রমণের আমেজে হৃত্বিক-সাবা। সব মিলিয়ে প্রেমময় এক শুভেচ্ছাবার্তা।