Mahesh Babu: বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্যের জের,পালটি খেয়ে কী বললেন তেলুগু তারকা মহেশ বাবু
মহেশ বাবুর টিমের তরফে বুধবার একটি বিতি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, দক্ষিণী তারকা সব ধরণের ভাষার ছবিকে ভালবাসেন, শ্রদ্ধা করেন। তিনি শুধু বলেছেন, যে ভাষায় এবং যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেখানেই তিনি সাবলীল।
হায়দরাবাদ, ১১ মে: তাঁর ভার বহন করার ক্ষমতা বলিউডের (Bollywood) নেই। তাই বলিউডে তিনি সময় নষ্ট করতে চান না। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ান মহেশ বাবু (Mahesh Babu)। তেলুগু তারকার বিতর্কিত মন্তব্যের জেরে তিনি যখন সংবাদ শিরোনামে, সেই সময় ফের মুখ খুলল অভিনেতার টিম।
মহেশ বাবুর টিমের তরফে বুধবার একটি বিতি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, দক্ষিণী তারকা সব ধরণের ভাষার ছবিকে ভালবাসেন, শ্রদ্ধা করেন। তিনি শুধু বলেছেন, যে ভাষায় এবং যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেখানেই তিনি সাবলীল। শুধু তাই নয়, তেলুগু সিনেমা বর্তমানে যে স্তরে পৌঁছচ্ছে, তাতে তাঁর স্বপ্ন পূরণের মুখে বলে জানানো হয় মহেশ বাবুর টিমের তরফে।
আরও পড়ুন: Cyclone: অশনির পর আসছে করিম? একের পর এক ঘূর্ণিঝড় নিয়ে ত্রস্ত দেশ
প্রসঙ্গত বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মহেশ বাবু। বর্তমানে নম্রতা এবং মহেশবাবুর দুই সন্তান রয়েছে।