Katrina Kaif: নববধূ রূপে ক্যাটরিনা, হিরেখচিত পোশাকে সেজে উঠলেন ভিকি পত্নী

Katrina Kaif (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ ডিসেম্বরঃ চলছে বিয়ের মরশুম। আর বিয়ের মরশুমে নববধূর রূপে সেজে উঠলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সদ্য পার হয়েছে ক্যাট-ভিকির প্রথম বিবাহবার্ষিকী (Katrina Kaif-Vicky Kaushal Anniversary)। বিয়ের প্রথম বছরপূর্তি উদযাপনের জন্যেই কি এমন নতুন কনের সাজে সেজে উঠেছেন ভিকি (Vicky Kaushal) পত্নী?

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Kay Beauty By Katrina (@kaybykatrina)

গত ৯ ডিসেম্বর ছিল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের প্রথম বিবাহবার্ষিকী (Katrina-Vicky First Anniversary)। তবে নায়িকার এই সাজ বিবাহবার্ষিকী উদযাপনের নয়। বরং ফটোশুটের। ক্যাটরিনা পেশায় অভিনেত্রীর হওয়ার পাশাপাশি একজন উদ্যোগপতিও বটে। তাঁর নিজস্ব একটি কসমেটিক্স সংস্থা রয়েছে, যার নাম কে বিউটি (Kay Beauty)। আর নিজের সংস্থার জন্যেই হিরেখচিত পোশাক পরনে জড়িয়ে নববধূ রূপে সেজে উঠেছেন নায়িকা। ক্যাটরিনার লাস্যময়ী লুকে চোখ ধাঁধিয়ে গিয়েছে ভক্তকুলের। স্মোকি আইজ, নিউড লিপস্টিকেই বাজিমাত নায়িকার।

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Kay Beauty By Katrina (@kaybykatrina)

উল্লেখ্য, বিয়ের প্রথম বছরপূর্তি উদযাপনের জন্যে শহর ছেড়ে পাহাড়ে পাড়ি দিয়েছেন ক্যাট-ভিকি (Katrina-Vicky)। শহরের কোলাহল এড়িয়ে নির্জনে নিভৃতে নিজেদের মতো করে সময় কাটিয়ে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন দম্পতি।