কঙ্গনা রানাউত,ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৮ জুন: কঙ্গনা (Kangana Ranaut ) কখনও মাস্ক পরেন না।মাস্ক না পরে প্রকাশ্যে ঘোরার জন্য গ্রেফতার করা হোক কঙ্গনাকে। রোদ চশমা  পরতে মনে থাকে অথচ কঙ্গনার মাস্ক (Mask) পরতে মনে থাকে না। মাস্ক না পরার জন্য এবার এভাবেই জোর সমালোচনার মুখে পড়তে হয় বলিউড (Bollywood) অভিনেত্রীকে।

মঙ্গলবার মুম্বইয়ের পালি হিলের অফিসে হাজির হন কঙ্গনা রানাউত। সাদা রঙের খোলামেলা পোশাক পরে পালি হিলের অফিসে হাজির হন কঙ্গনা। অভিনেত্রীকে (Actor) মাস্ক ছাড়া দেখে জোরদার কটাক্ষ শুরু করেন নেট জনতার একাংশ। মহামারীর (Pandemic)  সময় মাস্ক না পরে প্রকাশ্যে ঘোরাফেরার জন্য কঙ্গনাকে গ্রেফতার করা হোক বলে দাবি করেন অনেকে। পাশাপাশি অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেট জনতার একাংশ।

আরও পড়ুন: Rhea Chakraborty: টাইমসের তালিকায় রিয়া চক্রবর্তী, উঠে এলেন কাঙ্খিত মহিলা হয়ে

দেখুন...

 

 

View this post on Instagram

 

যদিও কঙ্গনাকে নিয়ে যতই কটূ মন্তব্য করা হোক না কেন, তিনি এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।