Gauahar Khan: 'দুই থেকে তিন', ৩৯-এ মা হচ্ছেন গওহর খান
মুম্বই, ২২ ডিসেম্বরঃ বিবাহবার্ষিকীর আগেই সুখবর দিলেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। সামনেই দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর তাঁর আগেই ভক্তদের জানালেন, মা হতে চলেছেন তিনি। বিয়ের দু বছরের মধ্যেই খুশির হাওয়া পরিবারে। দুই থেকে এবার তিন হতে চলেছেন গওহর এবং জায়েদ দরবার (Zaid Darbar)। ৩৯ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেত্রী।
দেখুন অভিনেত্রীর পোস্টঃ
বলিউডের অতি জনপ্রিয় একটি মুখ গওহর। ‘বিগ বস’ সিজন ৭ (Bigg Boss 7) এর বিজেতা ছিলেন তিনি। নিজের মা হওয়ার খবর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করে পরিবারে নতুন সদস্য আগমনের খবর জানিয়েছেন তিনি। অভিনেত্রীর মা হওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত তাঁর ভক্তমহল। ২০২০ সালের ২৫ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন গওহর এবং জায়েদ (Gauahar Khan and Zaid Darbar)। পেশায় নৃত্যপ্রশিক্ষক জায়েদ। গওহর এবং জায়েদের পরিবারে এবার নতুন সদস্যের আগমন।