Dream Girl 2 Teaser: পূজা বেশে আয়ুষ্মানকে চেনা দায়, দেখুন অভিনেতার নতুন অবতার

Dream Girl 2 Teaser (Photo Credits: Twitter)

মুম্বই, ১৪ ফেব্রুয়ারিঃ মাথায় লম্বা চুল, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। পরনে রঙিন চকমকে ল্যাহেঙ্গা। তার সঙ্গে মানানসই গয়না। নারী বেশে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে চেনা দায়। সদ্য সামনে এল আয়ুষ্মানের (Ayushmann Khurrana) আসন্ন ছবি ‘ড্রিম গার্ল টু’র (Dream Girl 2 Teaser) টিজার।

আরও পড়ুনঃ ‘ওম’ চিহ্নে পদাঘাতের অভিযোগ, সিনেমার পুরনো দৃশ্যের জন্যে ক্ষমা চাইলেন শ্রেয়স তলপড়ে

২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘ড্রিম গার্ল’ (Dream Girl)এর সাফল্য ‘ড্রিম গার্ল টু’ এর প্রতি অগ্রসর করেছে নির্মাতাদের। বলিউডের অন্যতম সফল কমেডি ছবি এটি। ছবির ব্যবসা ছিল আকাশছোঁয়া। সেই বছর সর্বাধিক ব্যবসাকারি ছবির তকমা পেয়েছিল আয়ুষ্মান (Ayushmann Khurrana) অভিনীত ‘ড্রিম গার্ল’। গত বছরই ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2) এর ঘোষণা করা হয়েছিল নির্মাতাদের তরফে। ছবির মুখ্য চরিত্রে থাকছেন আয়ুষ্মান এবং অনন্যা পাণ্ডে (Ananya Panday)। সোমবার সামনে এসেছে ‘ড্রিম গার্ল টু এর টিজার। একেবারে অন্য বেশে ধরা দিয়েছেন অভিনেতা। আয়ুষ্মান হয়ে উঠেছেন ‘পূজা’।

   ‘ড্রিম গার্ল টু’র (Dream Girl 2 Teaser) টিজার: 

চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আয়ুষ্মান এবং অনন্যা অভিনীত ড্রিম গার্ল টু। ছবি টিজার শেয়ার করে অভিনেতা জানিয়েছেন ৭ জুলাই পূজা আসছেন।



@endif