Celebrity Wedding 2023: সিড-কিয়ারা থেকে করণ-তেজস্বী, নতুন বছরে সাতপাকে বাঁধা পড়বেন যে সকল তারকারা
মুম্বই, ১২ ডিসেম্বরঃ নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তবে নতুন বছরে বলি পাড়ায় একাধিক বিয়ের সানাই বাজতে চলেছে। পছন্দের তারকা জুটিদের সাতপাকে বাঁধা পড়তে দেখার জন্যে মুখিয়ে রয়েছেন তাদের ভক্তকুলও। তারকাদের বিয়ে নিয়ে বরাবরই ভক্তমহলে বেজায় উত্তেজনা লক্ষা করা যায়। তাই নতুন বছরে বলি পাড়ার কোন কোন তারকা জুটি গাঁটছড়া বাঁধতে চলেছেন সেই তালিকা একবার দেখে নেওয়া যাক।
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি (Sidharth Malhotra and Kiara Advani)
টিনসেল টাউনের অন্যতম চর্চিত জুটি সিড-কিয়ারা। ‘শেহশাহ’ ছবির সেট থেকেই যুগলের সম্পর্কের সূত্রপাত। তবে জুটির কেউই খোলাখুলি নিজেদের সম্পর্কের স্বীকৃতি দেয়নি। ২০২৩ এর এপ্রিলে তারকা যুগলের গাঁটছড়া বাঁধার সম্ভাবনা রয়েছে।
অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা (Arjun Kapoor and Malaika Arora)
বহু বছর থেকে সম্পর্কে রয়েছেন অর্জুন-মালাইকা। সম্পর্কের শুরুতে দুজনেই মুখে কলুপ এঁটে থাকলেও পরবর্তীকালে খুল্লম খুল্লা প্রেম করেছেন জুটিতে। আগামী বছর অর্জুন মালাইকার সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আথিয়া শেট্টি এবং কে এল রাহুল (Athiya Shetty and KL Rahul)
২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন ভারতীয় ক্রিকেটর কে এল রাহুল এবং সুনীল কন্যা আথিয়া। মাঝে মধ্যে একে অন্যের সঙ্গে খুনসুটি মাখা ছবিও শেয়ার করেন তাঁরা। ২০২৩ এই গাঁটছড়া বাঁধতে চলেছেন যুগল।
রাকুল প্রীত এবং জ্যাকি বাগনানি (Rakul Preet and Jackky Bhagnani)
২০২১ সালে সম্পর্কের কথা মিডিয়ার কাছে প্রকাশ করেন রাকুল এবং জ্যাকি। প্রেম থেকে এবার এক ধাপ এগিয়ে বিয়ের পথে হাঁটবেন তাঁরা। আগামী বছরেই সাতপাক ঘুরবেন জুটি।
করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ (Karan Kundra and Tejasswi Prakash)
বিগ বিসের ঘর থেকে করণ-তেজস্বীর প্রেম শুরু। দর্শকমহলও বেজায় পছন্দ করেন তাদের জুটি। ঘুরতে যাওয়া থেকে শুরু করে পার্টি, গেট টুগেদার সকল জায়গায় একসঙ্গে দেখা যায় করণ-তেজস্বীকে। ২০২৩ সালেই তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে।
দিব্যা আগরওয়াল এবং অপূর্ব পাডগাঁওকর (Divya Agarwal and Apurva Padgaonkar)
গত ৪ ডিসেম্বর দিব্যার জন্মদিন পার্টিতেই সকলের সামনে তাঁকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক অপূর্ব। ব্যবসায়ী প্রেমিকের থেকে সেই প্রস্তাব পেয়ে আহ্লাদে আটখানা দিব্যা। আগামী বছরেই বিয়ে সারতে পারেন দিব্যা-অপূর্ব।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)