Mahesh Babu: 'আমার ভার বহনের ক্ষমতা নেই বলিউডের', বললেন দক্ষিণী তারকা মহেশ বাবু

মহেশ বাবু আরও বলেন, অনেক বড় কিছু করার স্বপ্ন তিনি দেখেন। এবার তাঁর স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তাই তিনি খুশি বলে মন্তব্য করেন মহেশ বাবু। দক্ষিণী অভিনেতার ওই মন্তব্য ঘিরে জের জল্পনা শুরু হয়েছে।

Mahesh Babu (Photo Credit: Instagram)

হায়দরাবাদ, ১০ মে:  ফের সংবাদ শিরোনামে মহেশ বাবু (Mahesh Babu)। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কার্যত বিতর্কিত মন্তব্য করেন মহেশ বাবু। বলিউডে (Bollywood) পা রাখার কোনও পরিকল্পনা আছে কি না, তা জিজ্ঞাসা করা হয় দক্ষিণের জনপ্রিয় অভিনেতাকে।  যার উত্তরে মহেশ বাবু বলেন, 'হিন্দি (Hindi) থেকে আমি বহু প্রস্তাব পেয়েছি।  কিন্তু আমার মনে হয় না, ওরা আমার ভার বহন করতে পারবে। যে ইন্ডাস্ট্রি আমায় বহন করতে পারবে না, তাদের সঙ্গে কাজ করে আমি নষ্ট করতে চাই না। যে জনপ্রিয়তা এবং মানুষের ভালবাসা দক্ষিণী সিনেমা জগত থেকে পেয়েছি, তা অন্য কোনও ইন্ডাস্ট্রি আমায় দিতে পারবে না।'

এসবের পাশাপাশি মহেশ বাবু আরও বলেন, অনেক বড় কিছু করার স্বপ্ন তিনি দেখেন।  এবার তাঁর স্বপ্ন পূর্ণ হতে চলেছে।  তাই তিনি খুশি বলে মন্তব্য করেন মহেশ বাবু। দক্ষিণী অভিনেতার ওই মন্তব্য ঘিরে জের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Cyclone Asani: অশনির প্রভাবে উত্তাল সমুদ্র, ওড়িশায় ডুবে গেল মৎস্যজীবীদের নৌকা, দেখুন ভয়াবহ ভিডিয়ো

সম্প্রতি হিন্দি বিতর্ক মাথা চাড়া দিলে কিচা সুদীপ এবং অজয় দেবগণ ট্যুইটার বিবাদে জড়ান।  যা নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়ে যায়।



@endif