Bhool Bhulaiyaa 3 Vs Singham Again: এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ, ভুল ভুলাইয়া থ্রি নাকি সিংহম এগেন, বক্স অফিসের দ্বৈরথে এগিয়ে কে?

অনীশ বাজমি এবং রোহিত শেট্টি পরিচালিত দুই ছবির প্রথম দিনের ব্যবসা ছিল দুর্দান্ত। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া থ্রি এবং অজয় দেবগণের সিংহম এগেন? এগিয়ে গেল কে?

Bhool Bhulaiyaa 3 Vs Singham Again (Photo Credits: X)

মুম্বই, ২ নভেম্বরঃ দিওয়ালিতে (Diwali 2024) সিনেপ্রেমীদের জন্যে বলিউডের উপহার দুই ধামাকেদার ছবি। বলিউডের দুই জনপ্রিয় ফ্রাঞ্চাইজির ছবি মুক্তি পেয়েছে একই দিনে। ১ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পেয়েছে 'ভুল ভুলাইয়া থ্রি' (Bhool Bhulaiyaa 3) এবং 'সিংহম এগেন' (Singham Again)। অনীশ বাজমি এবং রোহিত শেট্টি পরিচালিত দুই ছবির প্রথম দিনের ব্যবসা ছিল দুর্দান্ত। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। প্রথম দিনের শেষ বক্স অফিসের দ্বৈরথে এগিয়ে কোন ছবি? কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া থ্রি এবং অজয় দেবগণের সিংহম এগেন (Bhool Bhulaiyaa 3 Vs Singham Again)?

দিওয়ালিতে (Diwali 2024) মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া থ্রি (Bhool Bhulaiyaa 3)। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই মুক্তির অপেক্ষায় দিন গুনছিল দর্শকমহল। শুক্রবার ১ নভেম্বর মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজ। মুক্তির প্রথম দিনেই দেশ জুড়ে বক্স অফিসে (Bhool Bhulaiyaa 3 Box Office Day 1) ৩৫ কোটি টাকার ব্যবসা ছাড়িয়েছে পরিচালক অনীশ বাজমির ছবি।

একই দিনে মুক্তি পেয়েছে রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত সিংহম এগেন (Singham Again)। রোহিতের কপ ইউনিভার্সের অপেক্ষাতে দিন গুনছিলেন বলিউড চলচ্চিত্রপ্রেমিরা। একাধারে অ্যাকশন, রোমান্স, থ্রিল, কমেডি, ড্রামা-র পাঁচ মিশেলে তৈরি হয়েছে এই ছবি। ছবির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ৪৩ কোটি টাকা ছাড়িয়েছে। বাজিরাও সিংহম রূপে পর্দায় আরও একবার অনবদ্য অজয় দেবগণ (Ajay Devgn)। ছবিতে আরও রয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), টাইগার শ্রফ (Tiger Shroff), অর্জুন কাপুর (Arjun Kapoor)।



@endif