Ranbir Kapoor on Uorfi Javed: উরফির ‘ফ্যাশন’ পছন্দ নয়, সোজাসাপটা বললেন রণবীর কাপুর 

সাক্ষাৎকারে উরফির ছবি দেখে যা বললেন রণবীর...

Ranbir Kapoor on Uorfi Javed: উরফির ‘ফ্যাশন’ পছন্দ নয়, সোজাসাপটা বললেন রণবীর কাপুর 
Ranbir Kapoor and Uorfi Javed (Photo Credits: Instagram)

মুম্বই, ১৮ মার্চঃ বিগ বস তারকা উরফি জাভেদ (Uorfi Javed) নিজের ‘উদ্ভট’ পোশাক শৈলীর জন্যে সর্বদাই সংবাদ মাধ্যমের শিরোনামে থাকেন। তবে সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফির ‘ফ্যাশন’ একেবারেই পছন্দ নয় রণবীরের (Ranbir Kapoor)। এক সাক্ষাৎকারে খোলাখুলি সেই কথা জানালেন অভিনেতা। করিনা কাপুরের (Kareena Kapoor) চ্যাট শোয়ে সদ্য অতিথি হয়ে এসেছিলেন রণবীর। সেখানেই উরফির একটি ছবি রণবীরকে দেখান করিনা। জানতে চান উরফির ফ্যাশনের বিষয়ে রণবীরের কী ধারণা?

উরফির ছবি দেখা মাত্রই রণবীর বলেন (Ranbir Kapoor on Uorfi Javed), ‘এটা উরফি তো’। অভিনেতার আরও সংযোজন, ‘আমি এই ধরণের ফ্যাশনের খুব একটা ভক্ত নয়। তাই আমার ব্যক্তিগত ভাবে পছন্দ নয়’।

উরফির 'ফ্যাশন' না-পসন্দ রণবীরের... 

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)



@endif