Mission Raniganj: দেশের নাম বদলের বিতর্কের মাঝে 'মিশন রানিগঞ্জ' ছবির নাম পালটালেন অক্ষয় কুমার
রুস্তম খ্যাত পরিচালক টিনু সুরেশ দেশাইয়ের ছবির নাম শুরুতে রাখা হয়েছিল 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। কিন্তু সেই নাম বদলে অক্ষয়ে ছবির নতুন নামকরণ হয়েছে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ'। খিলাড়ির নতুন ছবির পোস্টার দেশের নাম বদলের জল্পনার আগুনে ঘৃতাহুতি করেছে।
মুম্বই, ৭ সেপ্টেম্বরঃ ওএমজি ২-র (OMG 2) পর এবার মিশন রানিগঞ্জ নিয়ে আসছেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে এই ছবির নাম ইন্ডিয়া বনাম ভারত (India vs Bharat Row) অর্থাৎ দেশের নাম বদলের জল্পনাকে আরও কয়েকগুণ উসকে দিল। দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে শুধু ভারত করতে চাইছে মোদী সরকার। সেই কানাঘুষোর মাঝেই বুধবার রাতে অভিনেতা প্রকাশ করলেন তাঁর আসন্ন ছবি 'মিশন রানিগঞ্জ'এর (Mission Raniganj) প্রথম পোস্টার। খিলাড়ির নতুন ছবির পোস্টার দেশের নাম বদলের জল্পনার আগুনে ঘৃতাহুতি করেছে।
রুস্তম খ্যাত পরিচালক টিনু সুরেশ দেশাইয়ের ছবির নাম শুরুতে রাখা হয়েছিল 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। কিন্তু সেই নাম বদলে অক্ষয়ে ছবির নতুন নামকরণ হয়েছে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' (Mission Raniganj: The Great Bharat Rescue)। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ১৯৮৯ সালের এক ভয়াবহ রাতের সাক্ষী পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের ইতিহাস। রানিগঞ্জ কয়লাখনিতে আটকে পড়েছিল অসংখ্য শ্রমিক। মৃত্যুর মুখ থেকে তাঁদের উদ্ধার করেছিলেন যশবন্ত সিং গিল। সেই চরিত্রের অভিনয় করেছেন অক্ষয় কুমার।
ছবির মোশন পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, '১৯৮৯ সালে একজন মানুষ অসাধ্য সাধন করেছেন।' জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর 'ভারতের' এক সত্যিকারের নায়কের গল্প মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।