বাংলাদেশের 'সবচেয়ে সুন্দরী নায়িকা'পরীমনি এবার বলিউডে!

মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি।

একেবারে বাঘা সুন্দরী যাকে বলে। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি (Pori Moni) র ছবি দেখলেই সবার আগে এই কথাটাই মুখে আসে। অভিনয়টা দারুণ করেন তা নয়, কিন্তু পরীমনির সৌন্দর্যেই ক্লিন বোল্ড বাকিরা। ভাল নাম শামসুন্নাহার স্মৃতি। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। বাংলাদেশে একের পর এক হিট সিনেমায় অভিনয় করে দেশের ফ্লিম ইন্ডাস্ট্রিতে সেরা নায়িকার শিরোপা পান পরীমনি।

টলিউডে (Tollywood)-ও সিনেমা করেছেন। 'রক্ত' নামের ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সেই সিনেমাটি এপার বাংলায় না চললেও, পরীমনির রূপের প্রশংসা করেন অনেকেই। পরীমনিকে নায়িকা হিসেবে পেতে টলিউডের বেশ কয়েকজন প্রযোজকও ঝাঁপান।

এদিকে বাংলাদেশে পরীমনি একের পর এক হিট দিতে থাকেন। গত বছর এক হিন্দি মিউজিক অ্যালবামে পরীমনির অভিনয় ভাইরাল হওয়ার পর বলিউডেও শুরু হয় তাঁকে নিয়ে জল্পনা। শোনা যাচ্ছে, বলিউডের এক প্রযোজক পরীমনির সঙ্গে যোগাযোগও করছেন।

বাংলাদেশে পরীমনি তাঁর তিন-চার বছরের বড় পর্দার কেরিয়ারে হৈচৈ ফেলে দিয়েছেন। 'ভালোবাসা সীমাহীন' নামের এক সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। সিনেমার পাশাপাশি নানা ধরনের বিজ্ঞাপনেও তাঁকে দেখা যায়। পরীমনি বলছেন,

'তিনি যেখানেই সুযোগ পাবেন কাজ করবেন।'