টিভি থেকে বলিউডে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী অবনীত কৌর। টিভি ও বলিউডের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ বিখ্যাত তিনি। অবনীত কৌর প্রায় প্রতিদিনই তার সিজলিং হট লুকের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর এই সমস্ত ছবি দেখে চোখ সরাতে পারেন না তার ভক্তরা।
সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন কিছু ছবি। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি স্টাইলিশ কালো রঙের পোশাক পরে আছেন অবনীত কৌর। স্টাইল করে বাঁধা চুল এবং হালকা মেক-আপে অসাধারণ লাগছে তাকে। ক্যামেরার সামনে খুব সেক্সি পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলো দেখে মনে হচ্ছে কোনও রেস্টুরেন্টে ছিলেন অবনীত কৌর। অভিনেত্রী অবনীতের হটনেস তাপমাত্রা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার। অবনীতের সৌন্দর্য এবং সাহসিকতার প্রশংসা করে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে তার ভক্তরা।