বাজারে আসছে এমআই ট্রিমার, সঙ্গে নিয়ে ট্রাভেলে যেতে পারবেন
ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই প্রোডাক্ট বাজারে এনেছে সংস্থা।
এই প্রথম লাইফস্টাইল প্রোডাক্ট আনল চিনা ফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি। হ্যাঁ, এমআই ট্রিমার পাবেন এবার শুধুমাত্র ভারতের বাজারে। মূলত ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই প্রোডাক্ট বাজারে এনেছে সংস্থা। ১,১৯৯ টাকা মূল্য ধার্য হয়েছে। চলতি মাসেই অনলাইন শপিং সাইট অ্যামাজনে পেয়ে যাবেন এই এমআই ট্রিমার (Mi Beard Trimmer)। আজ দুপুর ১২টা থেকেই অর্ডার করতে পারবেন। মার্কেটে এলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে এমআই ট্রিমার। কালো রঙের প্রোডাক্টই বাজারে মিলবে। এমনটাই জানিয়েছেন ভারতে দায়িত্বপ্রাপ্ত শাওমির ম্যানেজিং ডিরেক্টর মনু জৈন। আরও পড়ুন-৭০ বছরের জন্মদিনে মাহিন্দ্রার নতুন চমক থার-৭০০, ১০ লাখ পকেটে থাকলেই আপনি মালিক
এমআই ট্রিমারের (Xiaomi Mi Beard Trimmer) গোটা শরীরটাই স্টেনলেস স্টিলের। ব্যাটারি ব্যাকআপও ভাল। কর্ডলেস নিয়েও বেরতে পারেন। পাঁচ মিনিট চার্জ দিলেই দারুণভাবে ট্রিম করে নিতে পারবেন সযত্নে বেড়ে ওঠা দাড়ি। একবার চার্জেই ৯০ মিনিট পর্যন্ত সচল থাকবে। ওয়াটারপ্রুফ হওয়ায় বেশ সুবিধাই হয়েছে। কর্ডলেসও ব্যবহার করতে পারেন আবার পাওয়ার ব্যাংকের সাহায্যেও চার্জ করতে পারেন। তবে বেশিক্ষণ চার্জের দরকার নেই। সঙ্গে নিয়ে ট্রাভেল করতে পারবেন। চার্জ বাঁচানোর জন্য ট্রাভেল মোড ব্যবহার করতে পারবেন। তাতে চার্জও কমবে না। যেকোনও সময় ধোয়ামোছাও করা যায়। এককথায় সুবিধার শেষ নেই।