Sex Doll Story (Photo Credit: Youtube)

যৌন সংসর্গ (Sex Life) উপভোগ করতে সেক্স ডল কিনলেন স্বামী। স্ত্রী যদি কোনও সময় যৌনতায় মন না থাকে, তখন সেক্সে ডলের (Sex Doll) মাধ্যমে নিজেকে তৃপ্ত করেন স্বামী। স্ত্রীও বাধা দেন না। নিজেদের শোয়ার ঘরে তাই সেক্স ডল রেখে, তার সঙ্গে কখনও কখনও একসঙ্গে যৌনতায় লিপ্ত হন ৩ জন। এমনই জানান চার গ্রে এবং কুল্লাম নামে এক দম্পতি।

বছর ২৩-এর চার গ্রে-র কথায়, মাঝে মধ্যেই যৌন সংসর্গে যেতে ইচ্ছে করে না তাঁর। যৌনতায় তাঁর মন নেই দেখে অসুবিধায় পড়ে যান স্বামী। স্বামীর অসুবিধা দেখে শেষ পর্যন্ত তাঁর মত দেখতে একটি সেক্স ডল কেনার সিদ্ধান্ত নেন চার গ্রে এবং কুল্লাম। তারপর থেকে নিজেদের শোয়ার ঘরেই সেক্স ডল ডি-এর সঙ্গে কোনও সময় থ্রিসাম, কোনও সময় ফোরসামে মগ্ন হয়ে পড়েন ওই দম্পতি।

আরও পড়ুন: Uttar Pradesh: টিভি দেখে কিশোরীকে অপহরণ, মুক্তিপাণের দাবিতে খুন, যোগী রাজ্যে ৫ কিশোরের কুকীর্তিতে চমকে উঠল দেশ

চার গ্রে এবং কুল্লামের এমন অভ্যেসের কথা শুনে কার্যত অবাক হয়ে যান অনেকেই। স্ত্রী থাকা সত্ত্বেও, তাঁর সামনে কীভাবে সেক্স ডলের সঙ্গে কুল্লাম যৌনতায় মগ্ন হন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।