Taliban Attack (Photo Credit: File Photo)

দিল্লি, ২০ অক্টোবর: ক্ষমতায় আসার পর এবার হত্যালীলা শুরু করল তালিবান (Taliban)। এবার মহিলা ফুটবল দলের এক সদস্যের শিরশ্ছেদ করল তালিবান। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।

রিপোর্ট প্রকাশ, অক্টোবর মাসে আফগানিস্তানের (Afghanistan) মহিলা ফুটবল দলের সদস্য মাহজাবিন হাকিমির শিরশ্ছেদ করে তালিবান। কিন্তু মাহজাবিন হাকিমির পরিবার যাতে কোনওভাবে ওই খবর প্রকাশ্যে না আনে, সে বিষয়ে সতর্ক করা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহজাবিনের দ্বিখণ্ডিত দেহের ছবি প্রকাশ করে তালিবান। তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: আজও মিলল না জামিন, জেলেই থাকছেন শাহরুখ তনয় আরিয়ান খান

মাহজাবিন কাবুল (Kabul) পুর ক্লাবের একজন খেলোয়াড় ছিলেন। ওই ক্লাবের হয়েই খেলতেন তিনি। তবে আশরফ ঘানি সরকারের পতনের আগে কাবুলের ওই ক্লাবে খেলতেন মাহজাবিন। সেই খেলোয়াড়ের শিরশ্ছেদের খবরে চাঞ্চল্য শুরু হয়েছে।