বিমানের মধ্যে উদ্দাম যৌনতা। বিমানের শৌচাগারের দরজা খুলতেই যে ছবি ধরা পড়ে, তা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে। বিমানের শৌচাগারের দরজা খুলতেই সেখানে এক দম্পতিকে সঙ্গমরত অবস্থায় দেখা যায়। যে ছবি দেখতেই বিমানের কর্মী থেকে যাত্রী, প্রত্যেকে হেসে ফেলেন। ইজিজেট নামে এক বিমানের শৌচাগারে দেখা যায় সঙ্গমরত ওই দম্পতিকে। ভিডিয়ো দেখুন
৩৭ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপে দেখা যায়, সংশ্লিষ্ট দম্পতি যখন শৌচারের মধ্যে সঙ্গমরত, সেই সময় হঠাৎ করে এক কর্মী দরজা খুলে ফেলেন। যা দেখে প্রত্যেকের চোখ কপালে ওঠে। এরপর বিমানের ওই কর্মী কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দরজার বাইরে দঁড়িয়ে থাকেন। অন্যদিকে বিমানের যাত্রীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে, তারপর হাসিতে ফেটে পড়েন।