Man Sets Fire Himself (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২ জুন: এবার একটি ভয়াবহ ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে দেখা গেল, এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে (Man Sets Fire Himself) দিয়েছেন। সাবওয়ে স্টেশনের ভিতরে হঠাৎ করেই ওই ব্যক্তিকে দেখা যায় নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ওই ব্যক্তি। ধোঁয়ায় ঢেকে যায় সাবওয়ে। জ্বলন্ত ব্যক্তিকে দেখে চারপাশে চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায়। কী করবেন কেউ বুঝে উঠতে পারছিলেন না। তবে যে ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন, তিনি কার্যত চুপই ছিলেন। তিনি কোনও কথা বলছিলেন। নিঃশব্দে নিজেকে দগ্ধ করছিলেন।

জ্বলন্ত (Fire) ওই ব্যক্তিকে দেখে আশাপাশে লোকজন যেমন ছুটে যান, প্রশাসনের কর্মীরাও আগুন নেভানোর চেষ্টা করেন। জল ছিটিয়ে যাতে আগুন নেভানো যায়, সেই চেষ্টা করছিলেন প্রত্যেকে। অবশেষে ওই ব্যক্তির গায়ের আগুন নিভে যায়। সারা শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। আগুন পুড়ে কার্যত প্রতিমূর্তির মত স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কোনও কথা বলছিলেন না। সারা শরীর থেকে যখন ওই ব্যক্তির ধোঁয়া বের হতে শুরু করে, সেই সময় তড়িঘড়ি তাঁকে স্ট্রেচারে তোলা হয়।

দেখুন সেই ভিডিয়ো যেখানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন...

 

একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...

 

জানা যায়, স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কর্মীরা শত প্রচেষ্টা শুরু করেন। তবে স্ট্রেচারে তোলার পরই তাঁর মৃত্যু হয় বলে খবর। স্ট্রেচারে তোলার পর পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিলেন বলে জানা যায়। তবে অনেক চেষ্টা করেও ওই ব্যক্তির প্রাণ রক্ষা করা যায়নি।

ব্রাজ়িলের (Brazil) সাও পাওলোর (Sao Paolo) একটি স্টেশনের সাবওয়েতে ওই ভয়াবহ ঘটনা ঘটে। যে ভিডিয়ো হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।