Internet-Service (Photo Credit: File Photo)

দিল্লি, ১১ জুলাই: কত উন্নত জাপান (Japan), তা এবার ফের প্রকাশ্যে এল। জাপান সরকার (Japan Govt)  এবার যে ইন্টারনেট (Internet) প্রযুক্তি শুরু করছে, তার গতি আলোর চেয়েও বেশি। রিপোর্টে প্রকাশ, জাপানে যে ইন্টারনেট আসছে, তার গতি ১.০২ পেটাবাইটস। যা আলোর গতিবেগের চেয়েও বেশি বলে জানা যাচ্ছে। আর ওই তীব্র গতির ইন্টারনেটের সফর এবার জাপানে শুরু হবে বলে খবর।

ফাইবার অপটিক টেকনলোজির মাধ্যমে জাপানে এই নতুন ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। আর সেখানেই ফের নতুন মোড় নিতে শুরু করেছে জাপানের এই খবর। জানা যাচ্ছে, এই যে ইন্টারনেট সংযোগ শুরু হচ্ছে জাপানে, তার জেরে একবারে যে কোনও মানুষ অনেকগুলি ৮কে ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন।

নতুন এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে জাপান বিশ্বের সবেচেয়ে গতিবেগ সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থার প্রচলন নিজের দেশের মানুষের জন্য করতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, জাপানের এই নতুন ইন্টারনেটের মাধ্যমে নেটফ্লিক্সের সমস্ত কিছু আরনি ১ সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন।