Turkish Army (Photo Credit: X)

দিল্লি, ৭ জুলাই: হঠাৎ করে গ্যাসের বিস্ফোরণ (Gas Exposure)। আর সেই বিস্ফোরণের জেরে হঠাৎ মৃত্যু তুর্কীর ১২ সেনা জওয়ানের। রিপোর্টে প্রকাশ, তুর্কীর ওই সেনা জওয়ানরা যখন উত্তর ইরাকের একটি গুহায় প্রবেশ করেন কমরেডদের খুঁজতে। সেই সময় হঠাৎ করে মিথেন গ্যাসের বিস্ফোরণ হয় সংশ্লিষ্ট গুহা থেকে। আর সেই গ্যাসের ধাক্কাতেই কর্মরত অবস্থায় পরপর ১২ জন তুর্কী সেনার (Turkish Soldiers) মৃত্যু হয় বলে খবর। সোমবার ইরাকের (Iraq) প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই খবর প্রকাশ করা হয়েছে।

জানা যাচ্ছে, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির বিরুদ্ধে অভিযান শুরু হলে, রবিবার নিখোঁজ হয়ে যান তুর্কীর বেশ কয়েকজন জওয়ান। সতীর্থদের খুঁজতে উত্তর ইরাকের একটি গুহায় প্রবেশ করেন তুর্কীর জওয়ানরা। ওই গুহা যে মিথেন গ্যাসে ভর্তি ছিল, তা কেউ কল্পনা করতে পারেননি। ফলে ওই গুহায় তুর্কীর জওয়ানরা প্রবেশ করলে, হঠাৎ করে গ্যাসের ধাক্কাতেই ১২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যায়। বাকিদের গুরুত্ব আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।

রবিবার যখন এই খবর প্রকাশ্যে আসে, সেই সময় প্রথমে ৫ জওয়ানের মৃত্যুর খবর মেলে। পরে মৃতের সংখ্যা আরও ৭ জন বেড়ে গিয়ে বর্তমানে ১২-য় গিয়ে পৌঁছেছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে শুরু হয়েছে জোরদার খোঁজ।