Israel Situation (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২০ জুন: ইজরায়েলে (Israel) জোরদার হামলা শুরু করেছে ইরানও (Iran)। যে যুদ্ধ শুরু করে ইজরায়েল প্রথমে, তার পালটা প্রত্যাঘ্যাত হিসেবে এবার তেল আভিভের শেয়ার মার্কেটে আঘাত করল ইরানের মিসাইল। রিপোর্টে প্রকাশ, ১৯ জুন ইরানের তরফে যে একের পর এক মিসাইল ছোঁড়া হয়, তার একটি ইজরায়েলের (Israel-Iran War) শেয়ার বাজারের বহুতলের উপর গিয়ে পড়ে। ফলে সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। যার জেরে ইজরায়েলের শেযার বাজার হিসেবে পরিচিত তেল আভিভের যে বহুতল, তা কিছুক্ষণের মধ্যেই কার্যত ছাইয়ে পরিণত হয়। যার জেরে ইজরায়েলে চাঞ্চল্য ছড়ায়। শেয়ার বাজার ধ্বসে গেলে, ইজরায়েলের কী পরিস্থিতি হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে ইজরায়েলের মুখের ভাত কেড়ে নিতে ইরান যে হামলা চালায়, তার পরও তেল আভিভের শেয়ার মার্কেটে কোনও প্রভাব পড়েনি বলেই জানা যায়।

দেখুন কীভাবে দাউ দাউ করে জ্বলছে ইরানের শেয়ার বাজারের বহুতল...

 

আরও পড়ুন: Israel-Iran War: ইরান থেকে পরপর ৩টি বিশেষ বিমান ফিরছে ভারতে, দেশের লোককে ফেরাতে ব্যবস্থা বিদেশ মন্ত্রকের

সেই সঙ্গে  'আমেরিকা (US) আমাদের জন্য অনেক কিছু করেছে' বলে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) যে মন্তব্য করেন, তাতে যেন মনের জোর বেশি করে ফিরে পায় ইজরায়েল। ফলে ইরান যতই আঘাত করুক না কেন, শিড়দাঁড়া উঁচু করে তেল আভিভ (Tel Aviv) এখনও রয়েছে।

অন্যদিকে ইজরায়েলকে বাঁচাতে আমেরিকা যদি কোনওভাবে ইরানে হামলা চালায় বা খোমেইনির ক্ষতি করে, তার ফল ভাল হবে না। ডোনাল্ড ট্রাম্পকে এভাবেই হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরানের উপর হামলা রাশিয়া কোনও সময় বরদাস্ত করবে না। তাই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যাতে ভুল করেও তেহরানের দিকে চোখ তুলে না তাকান, সে বিষয়ে সতর্ক করেন পুতিন।